
জোহানেসবার্গে বাড়ি-ঘর বিক্রি করে নিউজিল্যান্ডের হয়ে স্বপ্ন পূরণ
স্বপ্ন পূরণের জন্য দেশান্তরী হওয়ার অনেক বাস্তব গল্প আছে। কিন্তু জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলার স্বপ্নের জন্য বাড়ি, গাড়িসহ সব সম্পদ বিক্রি করে দেশান্তরী হওয়ার কথা কোনো দিন শোনা যায়নি। এবার এমনই এক নজির গড়েছেন সদ্য নিউজিল্যান্ডের হয়ে অভিষেক হওয়া ব্যাটসম্যান ডেভন কনওয়ে।