
দুই হাফ সেঞ্চুরিতেও ২২৫ তাড়া করতে পারলেন না সাব্বিররা
২২৬ রানের লক্ষ্য তাড়ায় ৬২ রানেই ৫ উইকেট নেই পারটেক্স স্পোর্টিং ক্লাবের। আহরার আমিন পিয়ান ও আলাউদ্দিন বাবুর মতো ব্যাটার থাকলেও ম্যাচ জেতার কাজটা সহজ ছিল না তাদের জন্য। একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হলেও পারটেক্সকে পথ দেখিয়েছেন আহরার আমিন ও আলাউদ্দিন। তাদের দুজনের হাফ সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন জাগলেও শেষ পর্যন্ত সেটা হতে দেননি ব্রাদার্স ইউনিয়নের বোলাররা। পারটেক্স ১৯৬ রানে অল আউট হয় ব্রাদার্স ম্যাচ জিতে নিয়েছে ২৯ রানে।