
‘ছেলে তামিম’কে জায়গা দিতে নির্বাচন করছেন না আকরাম
অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। পরিচালক কিংবা বিসিবির সভাপতি হওয়ার জন্য সেই নির্বাচনে অংশ নেবেন তামিম ইকবাল। বাংলাদেশের সাবেক অধিনায়ক নির্বাচন করার ঘোষণা দেয়ায় আগামী নির্বাচনে অংশ নিচ্ছেন না আকরাম খান। একই পরিবারের দুজনকে নির্বাচন করা ভালো দেখায় না—এমন ভাবনা থেকেই নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।