
আমি কিন্তু সভাপতি হতে আসিনি, হয়ে গেছে: বুলবুল
ফারুক আহমেদের মনোনয়ন বাতিল হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে অনেকটা নিশ্চিতই ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। কাউন্সিলশিপ পাওয়ার পর জাতীয় ক্রিকেট পরিষদ (এনএসসি) থেকে পরিচালকের মনোনয়ন পাওয়ায় কাজটা সহজ হয়ে গেছে তাঁর জন্য। শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় বিসিবির পরিচালকদের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নেন বুলবুল। যদিও বাংলাদেশের সাবেক অধিনায়ক জানান, তিনি নাকি বাংলাদেশে সভাপতি হওয়ার জন্যই আসেননি।