
লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়
ব্যাটিংয়ে নামার আগে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পান্ত বলেছিলেন, টস জিতলে তিনিও বোলিংই নিতে চেয়েছিলেন। প্রথম ইনিংসে উইকেট খানিকটা থেমে আসায় এমন ভাবনা ছিল পান্তের। লক্ষ্ণৌ অধিনায়কের কথার প্রমাণ পাওয়া গেছে প্রথম ইনিংসের মাঝের সময়টায়। মিচেল মার্শ ও এইডেন মার্করামের ব্যাটে পাওয়ার প্লেতে পঞ্চাশ পার করেছিল তারা। মার্করামের হাফ সেঞ্চুরির সঙ্গে মার্শের ৪৫ রানের ইনিংস লক্ষ্ণৌকে ভালো কিছুরই আভাসই দিয়েছিল।