
বিপিএলে আলো ছড়িয়ে পাকিস্তান দলে আকিফ
বিপিএলের শুরুটা ভালো হলেও শেষটা মনের মতো করতে পারেনি রংপুর রাইডার্স। এলিমিনেটরে খুলনা টাইগার্সের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। বিপিএল থেকে বাদ পড়ার দিনে মোহাম্মদ আশরাফুল জানিয়েছিলেন, আকিফ জাভেদ নতুন আবিস্কার, আশা করি দ্রুতই জাতীয় দলে সুযোগ পাবে। রংপুরের ব্যাটিংয়ের কোচের আশা পূরণ হয়েছে সপ্তাহখানেকের মাঝেই।