
অলরাউন্ডার হতে চান ফাহাদ, আইডল স্টার্ক-হার্দিক
সিলেট বিভাগ থেকে এক ঝাঁক পেসার উঠে এসেছে সাম্প্রতিক সময়ে। আবু জায়েদ রাহী থেকে শুরু করে ইবাদত হোসেন, তানজিম হাসান সাকিবরা খেলছেন জাতীয় দলে। বাংলাদেশের পাইপলাইনেও রয়েছেন সিলেটের অনেক পেসার। তবে তাদের মধ্যেই আলো কেড়েছেন আল ফাহাদ।