
কারান পরিবারের অপেক্ষা ফুরানো সেঞ্চুরিতে জিম্বাবুয়ের সিরিজ জয়
আন্তর্জাতিক ক্রিকেটে ১১ ওয়ানডে খেলা কেভিন কারান জিম্বাবুয়ের হয়ে হাফ সেঞ্চুরি করেছিলেন দুটি। ইংল্যান্ডের হয়ে ৩৫ ওয়ানডে খেলা স্যাম কারানের হাফ সেঞ্চুরি সংখ্যাও বাবা কেভিনের মতো দুটিই। সেঞ্চুরির খুব কাছে গিয়েও পুনেতে ভারতের বিপক্ষে অপরাজিত ছিলেন ৯৫ রানের ইনিংস খেলে। স্যামের আরেক ভাই টম কারান ইংল্যান্ডের হয়ে ২৮ ওয়ানডে খেললেও নেই হাফ সেঞ্চুরি। অন্যান্য সংস্করণে খেললেও স্যাম ও কারান কেউই সেঞ্চুরির দেখা পাননি।