
৩ বলে সাকিবের ৬ রান, আবারও বৃষ্টিতে পণ্ড গলের খেলা
ক্যান্ডি বোল্টসের বিপক্ষে ৮ বলে অপরাজিত ২০ রানের ইনিংসে লঙ্কা টি-টেন সুপার লিগের শুরুটা করেছিলেন সাকিব আল হাসান। হাম্বানটোটা বাংলা টাইগার্সের বিপক্ষে ম্যাচটি কোন বল মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত হওয়ায় ব্যাটিং করার সুযোগ ছিল না বাংলাদেশের তারকা অলরাউন্ডারের। নুয়ারা এলিয়া কিংসের বিপক্ষে ব্যাটিংয়ে নামলেও সুবিধা করতে পারেননি।