
দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি-টোয়েন্টিতে খেলবেন মুস্তাফিজ
মুস্তাফিজুর রহমান আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। ৬ কোটি ভারতীয় রুপিতে দিল্লিতে যোগ দিয়েছিলেন।
মুস্তাফিজুর রহমান আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। ৬ কোটি ভারতীয় রুপিতে দিল্লিতে যোগ দিয়েছিলেন।
টানা দ্বিতীয়বারের মত গ্লোবাল সুপার লিগের (জিএসএল) ফাইনালে উঠেছে রংপুর রাইডার্স। সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালসকে আট রানে হারিয়ে আসরের ফাইনাল নিশ্চিত করেছে নুরুল হাসান সোহানের দল। দুবাইকে হারানোর কৃতিত্ব দলের বোলারদের দিচ্ছেন ইফতিখার আহমেদ।
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের পর হোবার্ট হারিকেন্সকে হারিয়ে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরের ফাইনালের খুব কাছে ছিল রংপুর রাইডার্স। এবার দুবাই ক্যাপিটালসকে আট রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করল নুরুল হাসান সোহানের দল। জিএসএলে এ নিয়ে টানা দুইবার ফাইনাল খেলতে যাচ্ছে সোহানের দল।
বল হাতে উইকেট না পেলেও দারুণ 'ইকোনমিক্যাল' ছিলেন সাকিব আল হাসান। চার ওভারে মাত্র ২১ রান দেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। যদিও ব্যাট হাতে চার রানের বেশি করতে পারেননি তিনি। তার মত ব্যর্থ হয়েছে দুবাই ক্যাপিটালসও। ফলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৫৭ রানে হেরেছে দুবাই। চলতি গ্লোবাল সুপার লিগে তিন ম্যাচের মধ্যে দুটিতেই হারল সাকিবের দুবাই।
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) চলতি মৌসুমে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল রভম্যান পাওয়েলের। তবে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ককে পাচ্ছে না ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির চ্যাম্পিয়নরা। রভম্যানের বদলি হিসেবে যুক্তরাষ্ট্রের সঞ্জয় কৃষ্ণমূর্তিকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্টের বাকি অংশে পাওয়া যাবে তাকে।
নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে হাফ সেঞ্চুরির সঙ্গে বোলিংয়ে সাকিব আল হাসানের ৪ উইকেটে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের সঙ্গে সহজ জয়ই পেয়েছিল দুবাই ক্যাপিটালস। তবে পরের ম্যাচে বিগ ব্যাশের চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্সের সঙ্গে পেরে উঠতে পারেননি তারা। ছোট পরিসরের টুর্নামেন্ট হওয়ায় সময় নিয়ে কিছুর করার সুযোগ নেই ফ্র্যাঞ্চাইজিগুলোর। তবে এমন টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে সাকিব, নিরোশান ডিকওয়েলার মতো অভিজ্ঞতায় ভরসা রাখছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির চ্যাম্পিয়নরা। গুলবাদিন নাইব জানান, সাকিবদের মতো পেশাদার ক্রিকেটাররা জানেন কিভাবে ঘুরে দাঁড়াতে হয়।
প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগে (জিএসএল) ডাক পেলেন সাকিব আল হাসান। আর অভিষেকেই বাজিমাত করেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। দুবাই ক্যাপিটালসকে রীতিমতো এক হাতে জয় পাইয়ে দিয়েছেন তিনি।
গ্লোবাল সুপার লিগে (জিএসএল) নিজের প্রথম ম্যাচেই বাজিমাৎ করেছেন সাকিব আল হাসান। অলরাউন্ড পারফরম্যান্স করে দুবাই ক্যাপিটালসকে দাপুটে জয় পেতে বড় অবদান রেখেছেন। ব্যাট হাতে হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পর ৪ উইকেট নিয়ে সেন্ট্রাল স্ট্যাগসের ইনিংসে ধস নামান সাকিব। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। দুবাই ২২ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে।
বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরেও খেলবে রংপুর রাইডার্স। বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে লড়াইয়ে দেখা যাবে হোবার্ট হারিকেন্স, সেন্ট্রাল স্টেজ এবং স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারির্স। গ্লোবাল সুপার লিগের পঞ্চম ও শেষ দল হিসেবে যুক্ত হয়েছে দুবাই ক্যাপিটালস।
সিকান্দার রাজা যখন উইকেটে যান, দলের অবস্থা তখন বিশেষ সুখকর নয়। জয়ের জন্য দরকার ১৯ বলে ৩৮ রান। সেই ম্যাচটি চার বল আগেই শেষ করে দেন রাজা। তার ১২ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংসে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে চার উইকেটের জয়ে শিরোপা নিশ্চিত করে দুবাই ক্যাপিটালস। আইএল টি-টোয়েন্টিতে এটিই দলটির প্রথম শিরোপা।