
এক ম্যাচ হাতে রেখেই নারী ডিপিএলের চ্যাম্পিয়ন জ্যোতিরা
এক ম্যাচ হাতে রেখেই মেয়েদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা জিতে নিয়েছে শেলটেক ক্রিকেট একাডেমি। তারা খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে।
এক ম্যাচ হাতে রেখেই মেয়েদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা জিতে নিয়েছে শেলটেক ক্রিকেট একাডেমি। তারা খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে।
সবশেষ কয়েক বছর ধরে মিরপুরে নিয়মিতই আন্তর্জাতিক ম্যাচ খেলছেন নিগার সুলতানা জ্যোতিরা। তবে জাতীয় বাইরে আছেন কিংবা শুধুই ঘরোয়া ক্রিকেট খেলা ক্রিকেটারদের অবশ্য সেই সুযোগটা নেই একেবারেই। বাংলাদেশের ক্রিকেটের প্রাণকেন্দ্র হয়ে ওঠা মিরপুরে হয় না মেয়েদের ঘরোয়া ক্রিকেট। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা ঠিক কবে নাগাদ মিরপুরে লিগের ম্যাচ খেলেছেন সেটা মনে করতে একটু বেগই পেতে হলো জ্যোতিকে।