
শুধু ওয়ানডে না, আমি টি-টোয়েন্টিতেও নিয়মিত নই: মেহেদী
টি-টোয়েন্টি দলে দেখা গেলেও ওয়ানডে দলে একেবারেই দেখা যায় না শেখ মেহেদীকে। এ নিয়ে আক্ষেপ আছে এই স্পিন বোলিং অলরাউন্ডারের। তবে দলে নিয়মিত না হলেও হতাশ নন মেহেদী। ধৈর্য নিয়ে পারফর্ম করে তবেই জাতীয় দলে নিয়মিত মুখ হতে চান তিনি।