
ভেন্যু সংকটে পিছিয়ে যাচ্ছে বিসিএল, শুরু ১৫ জুন
ঘরোয়ার নতুন সূচিতে এপ্রিল-মে মাসে হওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এবারের আসর। তবে ভেন্যু সংকটে মাসখানেকের বেশি সময় পিছিয়ে যাচ্ছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির টুর্নামেন্ট। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৫ জুন মাঠে গড়াবে বিসিএল। টুর্নামেন্টের শেষ রাউন্ড হতে পারে জুলাইয়ের প্রথম সপ্তাহে। বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম খান।