
রিশাদের ২ উইকেটের দিনে লাহোরের হার
লাহোর কালান্দার্সের হয়ে আগের ম্যাচগুলোতে মিতব্যয়ী বোলিংয়ের সঙ্গে একের পর এক উইকেট তুলে নিয়ে দলে জয়ে বড় অবদান রেখেছিলেন রিশাদ হোসেন। মুলতান সুলতান্সের বিপক্ষে বেশ খরুচে বোলিং করেছেন তিনি। ৪ ওভারে খরচা করেছেন ৪৫ রান। যদিও দুটি উইকেট পেয়েছেন এই লেগ স্পিনার। রিশাদের রান খরচের দিনে লাহোরের বিপক্ষে ২২৮ রানের পাহাড় গড়েছিল মুলতান। সেই লক্ষ্যে খেলতে নেমে ১৯৫ রানে থেমেছে লাহোরের ইনিংস। আর তাতেই ৩৩ রানের হার নিয়ে মাঠ ছেড়েছে রিশাদের লাহোর।