
কোনো ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ দেখছেন না তামিম
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম। তবে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটার। গুঞ্জন আছে সংগঠক হিসেবেও নাম লেখাতে চলেছেন তিনি। কদিন আগেই খবর চাউর হয়েছিলে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দল গুলশান ক্রিকেট ক্লাবে অর্থায়নও করছেন তিনি। মূলত গুলশান ক্রিকেট ক্লাবের মালিকানা কিনেছেন ফরচুন গ্রুপের স্বত্বাধিকারী মিজানুর রহমান।