
রাকিবের বীরত্বে শেষ বলের লড়াইয়ে জিতল পারটেক্স
ম্যাচ জিততে শেষ ওভারে পারটেক্স স্পোর্টিং ক্লাবের প্রয়োজন ছিল ১০ রান। শেষের জুটিতে হাফ সেঞ্চুরিয়ান মোহাম্মদ রাকিবের সঙ্গে ছিলেন আব্দুল গনি। বাঁহাতি স্পিনার তাইবুর রহমান পারভেজের প্রথম বলেই অবশ্য কোনো রান বের করতে পারেননি রাকিব। তবে পরের বলে ফুলটস ডেলিভারিতে ডিপ মিড উইকেট দিয়ে চার মেরেছেন তিনি। তৃতীয় বলেই রাকিবকে ফেরাতে পারতো অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।