
‘কপিলদের বাঁচাতে ফিক্সিংয়ের ফাইল বন্ধ করে দিয়েছিল বিসিসিআই’
২০০০ সালের দিকে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় নিষিদ্ধ হয়েছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন, মনোজ প্রভাকর ও অজয় জাদেজার মতো ক্রিকেটাররা। একই প্রতিবেদনে প্রমাণ না পাওয়ায় নির্দোষ প্রমাণিত হয়েছিলেন কপিল দেব। পরবর্তীতে সেই অভিযোগ নিয়ে বাড়তি কোনো তদন্ত করেনি কেউ। যোগরাজ সিংয়ের দাবি, কপিলের মতো কিংবদন্তিদের বাঁচাতেই জোর করে ফাইলটি বন্ধ করে দেয়া হয়।