
লঙ্কা টি-টেনে চ্যাম্পিয়ন সাব্বির-মোসাদ্দেকের বাংলা টাইগার্স
মালশা থারুপাতির প্রথম বলেই ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মারলেন সাব্বির রহমান। পরের বলে ডানহাতি ব্যাটার ছক্কা মেরেছেন লং অনের উপর দিয়ে। পরের বলে আবারও ছক্কার আশায় খেলেছিলেন তিনি। তবে একেবারে সীমানার কাছে দাঁড়িয়ে থাকা টম কোহলার-ক্যাডমোরের হাতে ধরা পড়েছেন সাব্বির। জাফনা কিংসের বিপক্ষে বাংলাদেশের সাব্বির করেছেন ৮ বলে ১৬ রান।