
ওয়েস্ট ইন্ডিজ দলে ৩ নতুন মুখ, ফিরলেন হোপ-ক্যাম্পবেল
আসন্ন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরুর আগে দল পুনর্গঠন করেছে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের সিরিজকে সামনে রেখে ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে দলটিতে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন পুরোনো ও নতুন মুখ। দলে ফিরেছেন শাই হোপ ও জন ক্যাম্পবেল। প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন ব্র্যান্ডন কিং, কেভলন অ্যান্ডারসন ও ইয়োহান লেইন।