মুস্তাফিজের উপর কারো নজর না লাগুক, চাওয়া মেহেদীর
মুস্তাফিজুর রহমানের স্লোয়ার ডেলিভারিতে ছক্কা মারার চেষ্টায় লং অফে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ডানহাতি ব্যাটারকে ফিরিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেয়ার তালিকায় সাকিব আল হাসানের পাশে নাম লেখান তিনি। আর একটি মাত্র উইকেট নিতে পারলেই সাকিবকে ছাড়িয়ে যাবেন বাঁহাতি এই পেসার। শেখ মেহেদী বিশ্বাস, শুধু সাকিব নয় টি-টোয়েন্টিতে বিশ্বের অনেক বোলারকেই ছাড়িয়ে যাবেন বাঁহাতি এই পেসার। সেই সঙ্গে মুস্তাফিজের উপর কারো যেন নজর না লাগে সেই চাওয়ার কথাও বলেছেন মেহেদী।