এক ম্যাচ দেখে যারা সমালোচনা করে তারা খেলা বোঝে না: তাইজুল

মুশফিকুর রহিম ও এনামুল হক বিজয়ের সঙ্গে তাইজুল ইসলাম, ক্রিকফ্রেঞ্জি
২ উইকেটে ১৬২ রান নিয়ে চা বিরতি গিয়েছিল জিম্বাবুয়ে। তৃতীয় উইকেটে দারুণ এক জুটি গড়ে বাংলাদেশকে বড় হুমকি জানাচ্ছিলেন নিক ওয়েলচ-শন উইলিয়ামস। তাদের ব্যাটেই প্রথম ইনিংসে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল সফরকারীরা। য়েলচ সেচ্ছায় অবসরে গেলে এই জুটি ভাঙে। তারা তৃতীয় উইকেটে যোগ করেন ৯০ রান।

promotional_ad

এরপর বাকি সময়টা ছিল তাইজুল ইসলামময়। এই বাঁহাতি স্পিনার চার বিরতির পর স্পিন ভেল্কি দেখিয়েছেন। তৃতীয় সেশনে ৬৭ রান তুললেও জিম্বাবুয়ে হারিয়েছে ৭ উইকেট। এর মধ্যে তাইজুল একাই নিয়েছেন ৫ উইকেট। ৬০ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট নিয়ে প্রথম দিন শেষ করেছেন তাইজুল।


আরো পড়ুন

মিডল অর্ডারে ব্যাটিংয়ের জন্য তৈরি থাকবেন ওপেনার নাইম

২ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নাইম

জিম্বাবুয়ে দিন শেষ করেছে ৯ উইকেটে ২২৭ রান করেছে জিম্বাবুয়ে। বাঁহাতি এই স্পিনার সিলেট টেস্টে খুব একটা ছন্দে ছিলেন না। দুই ইনিংসে মোটে নিয়েছিলেন ২ উইকেট। চট্টগ্রামে ফিরেই চিনচেনা বোলিং করলেই তাইজুল। দিনের খেলা শেষে নিজেকে আন্ডাররেটের বোলার তকমাও দিয়েছেন তাইজুল। এমনকি যারা তার সমালোচনা করেন তারা খেলা বোঝেন না বলেও দাবি তাইজুলের।


promotional_ad

সংবাদ সম্মেলনে এই স্পিনার বলেন, 'আমার মনে হয় এতগুলো টেস্ট খেলার পর একটা ম্যাচ দেখে যারা সমালোচনা করে আমার মনে হয় না তারা খেলা বোঝে।'


আরো পড়ুন

ব্রেভিস-হারমানদের কাঁধে চড়ে জয়ে শুরু সাউথ আফ্রিকার

১৪ জুলাই ২৫
সাউথ আফ্রিকা দল, ফাইল ফটো

চট্টগ্রামে নিজের পারফরম্যান্স নিয়ে তাইজুল বলেন, 'অবশ্যই সন্তুষ্টির এটা একটা বিষয় (চট্টগ্রামে ছন্দে ফেরা)। কারণ একটা খেলোয়াড় যখন ৫০টা টেস্ট খেলে ফেলবে… তারপর সিলেটে যেমন বল করেছি সেটা ভালো জিনিস না। তারপরেও ফিরে এসেছি এটা ভালো লাগার বিষয়। সবচেয়ে বড় ব্যাপার দলকে সাহায্য করেছি।'


তাইজুল আজ টানা দুই বলে ওয়েলিংটন মাসাকাদজা ও রিচার্ড এনগারাভাকে ফিরিয়ে হ্যাটট্রিকের দারুণ সম্ভাবনা জাগিয়েছিলেন। তাইজুল ওয়ানডে অভিষেকেই হ্যাটট্রিক করেছিলেন এই জিম্বাবুয়ের বিপক্ষে। তবে সাদা পোশাকে এখনও হ্যাটট্রিকের স্বাদ পাওয়া হয়নি তার।


সুযোগ তৈরি করেও হ্যাটট্রিক না পাওয়ায় খুব একটা আক্ষেপ নেই তাইজুলের। তবে কিছুটা খারাপ লাগছে। এই অনুভূতি জানিয়ে তাইজুল বলেন, ‘আফসোস নেই। হ্যাটট্রিক জীবনে বারবার আসে না। হয় নাই, একটু খারাপ তো লাগতেই পারে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball