promotional_ad

মুরাদ-নাঈমের ঘূর্ণির পর ব্যাটারদের ব্যর্থতায় হারল বাংলাদেশ ‘এ’

নাইম হাসান ও হাসান মুরাদ
হাসান মুরাদ ও নাইম হাসানের ঘূর্ণিতে সকাল সকাল কিউইদের গুঁড়িয়ে দিয়ে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ 'এ' দল। তবে কিউইদের পাল্টা আক্রমণে ৭০ রানে ম্যাচ হারতে হয়েছে নুরুল হাসান সোহানদের। ২৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ছেলেরা অল আউট হয়েছে ১৭৫ রানে।

promotional_ad

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন মাহিদুল ইসলাম অঙ্কন। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও তাকে কেউ সঙ্গ দিতে পারেননি। জাকির হাসান ৮৯ বলে ৫০ রান করেছেন। এ ছাড়া দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন কেবল এনামুল হক বিজয় (১৬) ও সোহান (২৭)। আর কেউই বলার মতো রান করতে পারেননি। শেষদিকে ৫ রানের মধ্যে বাংলাদেশ মুরাদ, মোহাম্মদ এনামুল, ইবাদত হোসেন ও খালেদ আহমেদের উইকেট হারিয়ে ম্যাচ হারে বাংলাদেশ।


আরো পড়ুন

মুরাদের স্পিন সামলে কেলির সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে কিউইরা

১৬ মে ২৫
কিউইদের বিপক্ষে বোলিংয়ে হাসান মুরাদ, বিসিবি

স্বাগতিকদের রান তাড়ার মাঝেই নেমেছিল বৃষ্টি। তবে বৃষ্টিও বাংলাদেশের হার থামাতে পারেনি। আদি অশোক ৫৪ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন। এই ডানহাতি স্পিনারের ঘূর্ণিতেই বাংলাদেশ 'এ' দলের ইনিংস গুটিয়ে গেছে। ৩টি উইকেট নিয়েছেন জেইডেন লেনক্স। বাকি দুটি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন ক্রিস্টিয়ান ক্লার্ক ও জস ক্লার্কসন। এর মধ্যে দিয়ে দুটি চার দিনের ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।


এর আগে তৃতীয় দিনের খেলা শেষে ম্যাচের অনেকটাই নিয়ন্ত্রণ ছিল নিউজিল্যান্ড 'এ' দলের কাছে। প্রথম ইনিংসে ২৫৬ রান করার পর বাংলাদেশকে ২৬৮ রানে গুটিয়ে দিয়েছিল কিউইরা। ১২ রানে পিছিয়ে থাকলেও দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশকে বড় লক্ষ্যের ইঙ্গিত দিচ্ছিল সফরকারীরা। তবে সেটা হতে দেননি বাংলাদেশের দুই স্পিনার হাসান মুরাদ ও নাঈম হাসান।


promotional_ad

নিক কেলির সেঞ্চুরিতে ভর করে আগের দিনই ২০৪ রানের লিড নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। চতুর্থ দিন সকালে তাদের দাঁড়াতেই দেননি নাঈম ও মুরাদ। কিউইদের দ্বিতীয় ইনিংস এই দুই স্পিনার মিলে গুঁড়িয়ে দিয়েছেন ২৫৭ রানে। ফলে বাংলাদেশ 'এ' দলের সামনে ২৪৬ রানের লক্ষ্য দাঁড়িয়েছে।


আরো পড়ুন

১২ রানের লিড নিয়ে ২৬৮ রানে অল আউট সোহানরা

১৬ মে ২৫
ভিডিও থেকে নেয়া স্ক্রিনশর্ট

দিনের শুরুতেই সেঞ্চুরি হাঁকানো কেলিকে ব্যক্তিগত ১২২ রানে বোল্ড করেন নাঈম। এরপর আগের দিনের আরেক অপরাজিত ব্যাটার মিচেল হেইকে এলবিডব্লিউ করে আউট করেন হাসান মুরাদ। থিতু হওয়ার আগেই ক্রিস্টিয়ান ক্লার্ককে বোল্ড করে ফেরান নাঈম। এরপর আর বেশিদূর এগোতে পারেননি কিউইরা।


৪ রান করা আদিত্য অশোককে এলবিডব্লিউ করে আউট করেছেন নাঈমই। কিউইদের শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন ৩২ বলে ২১ রান করা ড্যান ফক্সক্রফট। অলরাউন্ডার ফক্সক্রফট চেষ্টা করছিলেন রান কিছু বাড়াতে। একপ্রান্ত কিছুটা হলেও আগলে রেখেছিলেন তিনি।


তবে ক্রিজ ছেড়ে বেরিয়ে উড়িয়ে মারার চেষ্টায় ফিরে যান তিনি। তাকে আউট করেই পাঁচ উইকেট পূর্ণ হয় মুরাদের। বাংলাদেশের এই স্পিনার তিনি ৬১ রানে ৫ উইকেট শিকার করেছেন দ্বিতীয় ইনিংস। আর ৭৩ রানে ৪ উইকেট নিয়েছেন নাইম। বাকি একটি উইকেট নেন খালেদ আহমেদ।


আগের দিন তিন উইকেট নিয়ে কাজটা অনেকটাই এগিয়ে রেখেছিলেন মুরাদ। শেষদিন আরও ২ উইকেট যোগ করেই মাইলফলকে পৌঁছে যান এই স্পিনার। এনিয়ে ৩২টি প্রথম শ্রেণির ম্যাচে মুরাদ ৫ উইকেট নেয়ার স্বাদ পেলেন ১৩তমবারের মতো। নাইম আগের দিন নিয়েছিলেন একটি উইকেট। তিনি এদিন তুলে নেন আরও ৩টি উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball