লিটনদের পাকিস্তানে সীমান্তবর্তী স্টেডিয়ামে না খেলার পরামর্শ

ছবি: হাত মেলাচ্ছেন বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা

তিনি আজ জাতীয় ক্রীড়া পরিষদে সাংবাদিকদের সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন। জানিয়েছেন বিসিবির পক্ষ থেকে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে এই সফরের জন্য অনুমতি চেয়েছিল। এরপর এনএসসির পক্ষ থেকে যোগাযোগ করা হয় পাকিস্তান দূতাবাসে। সেখান থেকে ইতিবাচক বার্তা পেয়েছেন বলে জানিয়েছেন আসিফ মাহমুদ।
২০২৫ থেকে ২০২৮ পর্যন্ত ৩৮ ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’
৮ ঘন্টা আগে
তিনি বলেন, ‘পাকিস্তান সফরের ব্যাপারে বিসিবি এনএসসির কাছে জানতে চেয়েছিল। এনএসসি থেকে পরবর্তীতে পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। পাকিস্তান দূতাবাস থেকে ইতিবাচক রিভিউ এসেছে সেখানে আমরা যেতে পারি। এরপরও আমরা বিসিবিকে একটা নির্দেশনা দিয়েছি যেন সীমান্তবর্তীয় স্টেডিয়াম অ্যাভয়েড করা যায়। বিসিবি এই ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছে।’

মেয়াদ ঘনিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির। এ বছরের অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা বিসিবি নির্বাচন। তবে তা এগিয়ে আনা হতে পারে জুন-জুলাইতে। এরই মধ্যে বিসিবি গঠনতন্ত্র সংস্কারের উদ্যোগ নিয়েও পরে ঢাকার ক্লাবগুলোর আন্দোলনের মুখে সেই প্রক্রিয়া থেকে সরে আসে বিসিবি।
৩ ম্যাচের পাকিস্তান সফর, সব ম্যাচ লাহোরে
১৪ ঘন্টা আগে
ক্রীড়া উপদেষ্টা মনে করেন যেকোনো সংস্কারই সহজ প্রক্রিয়া নয়। তবে বিসিবি পিছু হটলেও গঠনতন্ত্র সংস্কার করা হবে বলে নিশ্চিত করেছেন আসিফ মাহমুদ। তিনি মনে করেন হাতে এখনও যথেষ্ঠ সময় আছে। কোন প্রক্রিয়ায় গঠনতন্ত্র সংস্কার করা হবে এ নিয়ে বিসিবির সঙ্গেও আলোচনা করবেন তারা।
বিসিবির নির্বাচন ও গঠনতন্ত্র নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘রিফরমেশন কখনো সহজ প্রক্রিয়া নয়। সহজ প্রক্রিয়া হলে আমরা ৫৩ বছর পর এসে বড় পরিসরে সংষ্কারের কথা বলতাম না। প্রতি বছর বছর করতে পারতাম। আমরা অবশ্যই গঠনতন্ত্র সংস্কারে যাব। আমাদের হাতে সময় আছে কোন প্রক্রিয়া করব এটা নিয়ে বিসিবির সঙ্গে আলাপ করব।’