ভারতের ‘কথায়’ বাংলাদেশে আসছে না শ্রীলঙ্কা-আফগানিস্তানও

ফাইল ছবি
২৪ জুলাই বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা। তবে বাংলাদেশে হতে যাওয়া এসিসির সভায় আসতে রাজি নয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ঢাকা থেকে ভেন্যু সরিয়ে নিলেই কেবল বিসিসিআইয়ের কর্মকর্তারা সভায় যোগ দেবেন। ভারতের পাশাপাশি এমন আপত্তি জানিয়েছে শ্রীলঙ্কা, ওমান ও আফগানিস্তানের ক্রিকেট বোর্ডও। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

promotional_ad

সংবাদমাধ্যমটিকে শীর্ষ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, বিসিসিআই ইতোমধ্যে এসিসি ও চেয়ারম্যান মহসিন নাকভিকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে ঢাকায় সভা অনুষ্ঠিত হলে তারা অংশ নেবে না। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাম্প্রতিক সময়ের রাজনৈতিক টানাপোড়নের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে।


আরো পড়ুন

সিরিজ স্থগিতের পর বাংলাদেশ থেকে এসিসি সভা সরাতে চায় ভারত

১০ জুলাই ২৫
এসিসি মিটিংয়ে জয় শাহ

এমন অবস্থায় চলতি বছরের আগষ্টে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা থাকলেও সেটা না করে দিয়েছে ভারত। নতুন সূচি অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে। একই কারণে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এসিসি সভায় যোগ দিতে চান না বিসিসিআইয়ের কর্মকর্তারা।


promotional_ad

ভারতের পাশাপাশি শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ওমানের বোর্ডও ভেন্যু ইস্যুতে একই পথে হাঁটছে। ধারণা করা হচ্ছে, ভারতের কথায় এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বোর্ডগুলো। গুরুত্বপূর্ণ চারটি ক্রিকেট বোর্ড এমন আপত্তি জানানোর পরও ঢাকায় এসিসির সভা আয়োজন করতে বদ্ধপরিকর এসিসি ও পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। এমনকি অনুরোধ জানালেও এখন পর্যন্ত তাতে সাড়া দেননি তিনি।


আরো পড়ুন

বাংলাদেশে আসার জন্য বিসিসিআইকে চাপ দিচ্ছে পাকিস্তান

৮ ঘন্টা আগে
এশিয়া কাপের সভায় যোগ দিতে বিসিসিআইকে চাপ দিচ্ছে পিসিবি, ফাইল ফটো

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমটিকে একটি সূত্র বলেছে, ‘বিসিসিআই স্পষ্টভাবে এসিসি এবং চেয়ারম্যান মহসিন নাকভিকে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। ব্যক্তিগতভাবেও তারা ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছে। কিন্তু এখন পর্যন্ত কোন প্রকার সাড়া পাওয়া যায়নি।’


এসিসির সংবিধান অনুসারে, গুরুত্বপূর্ণ সদস্য বোর্ডগুলোর অংশগ্রহণ ছাড়া ঢাকায় অনুষ্ঠিত সভায় নেয়া যেকোন সিদ্ধান্ত অবৈধ বলে গণ্য হতে পারে। এমন অবস্থায় এশিয়া কাপ আয়োজন নিয়েও শঙ্কা তৈরি হতে পারে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ৫ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে হতে পারে টুর্নামেন্টটি। তবে এসিসি সভা ইস্যুতে ভারতের এমন অবস্থান থাকলে সেটা জটিল হয়ে উঠতে পারে।


সূচি অনুযায়ী, এসিসি বার্ষিক সাধারণ সভার ৫ দিন বাকি রয়েছে। তবে এখন পর্যন্ত ভেন্যু পরিবর্তন নিয়ে এসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। ইন্ডিয়া টুডের একটি সূত্র জানিয়েছে, এমন অবস্থার মধ্যেও ঢাকায় এসিসি সভার আয়োজন করতে ভারতকে চাপ দিয়ে যাচ্ছেন মহসিন নাকভি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball