শ্রীলঙ্কা সফরে ডাক না পেয়েই জিএসএলে গিয়েছিলেন সোহান

বাংলাদেশ
শ্রীলঙ্কা সফরে ডাক না পেয়েই জিএসএলে গিয়েছিলেন সোহান
গ্লোবাল সুপার লিগ
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
জাকের আলী অনিক, পারভেজ হোসেন ইমনের সঙ্গে শ্রীলঙ্কা সফরে উইকেটকিপার হিসেবে ছিলেন লিটন দাসও। স্কোয়াডে এতজন উইকেটকিপার থাকায় একই ক্যাটাগরির নুুরুল হাসান সোহানকে বিবেচনা করতে পারেননি নির্বাচকরা! শ্রীলঙ্কা সফরের দলে ঘোষণার সময় এমন ব্যাখ্যা দিয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। যদিও সেই সময় গুঞ্জন ছিল রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলবেন বলেই সোহানকে বিবেচনা করেনি বিসিবির নির্বাচক প্যানেল। যদিও এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সোহান। ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার জানান, তাঁর প্রায়োরিটিতে গ্লোবাল টি-টোয়েন্টি ছিল না।

২০২২-২৩ মৌসুম থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুরের হয়ে খেলছেন সোহান। বিপিএলের সবশেষ তিন আসরেই খেলেছেন তাদের হয়ে। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজির লিগের পাশাপাশি ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) বসুন্ধরার মালিকানাধীন দলের হয়ে খেলেন তিনি। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের হয়ে খেলেছেন ডিপিএলের গত আসরেও। এ ছাড়া জিএসএলের প্রথম আসরে রংপুরকে নেতৃত্ব দিয়েছিলেন সোহান।

বসুন্ধরার দলগুলোর হয়ে খেলার ফলে সোহানের দারুণ একটা সম্পর্ক তৈরি হয়েছে তাদের। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জুনে শ্রীলঙ্কা সফরে যায় বাংলাদেশ। লিটনরা যখন শ্রীলঙ্কায় ব্যস্ত তখনই গায়ানায় শুরু হয় জিএসএলের দ্বিতীয় আসর। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেও শ্রীলঙ্কায় কোনো সংস্করণেই জাতীয় দলে ছিলেন না সোহান। ধারণা করা হচ্ছিল, রংপুরের হয়ে জিএসএল খেলতে যাওয়ার অপেক্ষায় থাকা সোহানকে হয়ত এ কারণেই বিবেচনা করা হয়নি।

এমন গুঞ্জন আরও জোরালো হয় গাজী আশরাফের কথায়। শ্রীলঙ্কা সফরের দলগ ঘোষণার দিনে সোহানের না থাকার ব্যাখ্যা দেয়ার পাশাপাশি তিনি জানিয়েছিলেন, তার জিএসএলে খেলার একটা সুযোগ আছে। মাস দুয়েক পর ডানহাতি উইকেটকিপার ব্যাটার জানান, জাতীয় দলে সুযোগ না পেয়েই জিএসএলে খেলতে গিয়েছিলেন। এ ছাড়া জিএসএল ও জাতীয় দলের সাংঘর্ষিকতা নিয়ে তাঁর সঙ্গে কারও কথা হয়নি বলেও নিশ্চিত করেছেন তিনি।

এ প্রসঙ্গে সোহান বলেন, ‘প্রথমত, আমি একটা কথা পরিস্কার করতে চাই—আমার কাছে আমার প্রথম প্রায়োরিটি গ্লোবাল টি-টোয়েন্টি ছিল না এবং গ্লোবাল টি-টোয়েন্টির জন্য আমি জাতীয় দলে ছিলাম না এরকম কোনো কিছু ছিল না। আমি চট্টগ্রামে ক্যাম্পে ছিলাম এবং যখন শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছি তখন ফাঁকা ছিলাম। বাসায় পড়ে থাকার চেয়ে গ্লোবালে খেলা ভালো—সেজন্যই তখন এটা নিয়ে চিন্তা করেছি।’

‘কিন্তু আমার কাছে মনে হয় না (গ্লোবালের জন্য জাতীয় দলে সুযোগ পাইনি)...অনেক সময় আমি শুনেছি এরকম কথা। এরকম কোনো কথা আমার না নির্বাচকদের সঙ্গে না টিম ম্যানেজমেন্টের সঙ্গে হয়েছে, না রংপুর টিম ম্যানেজমেন্টের সাথে আমার এটা নিয়ে কথা হয়েছে। আমার কাছে মনে হয় দুইটা একেবারে ভিন্ন জিনিস। গ্লোবালটা আলাদা আর জাতীয় দলের হয়ে খেলাটা অবশ্যই প্রায়োরিটির ব্যাপার। আমার কাছে মনে হয় প্রতিটা খেলোয়াড়েরই প্রথম প্রায়োরিটি জাতীয় দলই হবে।’

সবশেষ ডিপিএলে ধানমন্ডির হয়ে ১১ ম্যাচে ২ সেঞ্চুরি ও ২ হাফ সেঞ্চুরিতে ৫১২ রান করেছিলেন সোহান। ডিপিএলের আগের মৌসুমেও ৪৯৫ রান করেছিলেন তিনি। এ ছাড়া বিপিএল, এনসিএল টি-টোয়েন্টিতেও সোহানের ব্যাট থেকে রান এসেছে। এমনকি নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষেও সেঞ্চুরি করেছিলেন দুইটি। শ্রীলঙ্কা সফরের আগে প্রস্তুতি ম্যাচেও পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছিলেন। তবুও কেন সুযোগ পাচ্ছেন না তিনি। সোহান অবশ্য এসব নিয়ে মন্তব্য করতে চান না।

সোহান বলেন, ‘দেখুন— এটা আসলে আমার হাতে না বা এটা নিয়ে মন্তব্য করাটাও ঠিক হবে না। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা মনে হয় যেখানে খেলছি ভালো করার চেষ্টা করছি এবং নিজের জায়গা থেকে নিজের আরও উন্নতি করার চেষ্টা করছি। অবশ্যই বাংলাদেশ দলের হয়ে খেলাটা একটা বড় গর্বের ব্যাপার। এটা খেলার জন্যই আসলে ছোট থেকেই স্বপ্ন দেখি, এখনও স্বপ্ন দেখছি। অবশ্যই যদি সুযোগ পাই, নিজের সেরাটা দেয়ার চেষ্টা করব।’

আরো পড়ুন: নুরুল হাসান সোহান