দায়িত্ব বুঝে নিতে মিরপুরে টনি হেমিং

বাংলাদেশ
দায়িত্ব বুঝে নিতে মিরপুরে টনি হেমিং
দায়িত্ব বুঝে নিতে মিরপুরে টনি হেমিং, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
দুই বছরের চুক্তি থাকলেও এক বছর না হতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছেড়েছিলেন টনি হেমিং। অভিমানের জেরে পদত্যাগ করা অস্ট্রেলিয়ান কিউরেটর বাংলাদেশে ফিরলেন বছরখানেকের ব্যবধানে। দুই বছরের জন্য বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে যোগ দিচ্ছেন তিনি। দায়িত্ব বুঝে নিতে আজ মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছেন এই অস্ট্রেলিয়ান।

বাংলাদেশের চাকরি ছেড়ে বাংলাদেশ থেকে যাওয়ার আগে বিসিবির শ্রীলঙ্কান সিন্ডিকেট নিয়ে সমালোচনা করেছিলেন হেমিং। বিসিবির চাকরি ছেড়ে যাওয়া হেমিংকে তাৎক্ষণিকভাবে প্রধান কিউরেটর হিসেবে নিয়োগ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দুই বছরের চুক্তি থাকলেও সেখান থেকে পদত্যাগ করেছেন তিনি। দ্রুতই বাংলাদেশে পুরোদমে কাজ করবেন তিনি। গতবার কিউরেটর হিসেবে আসলেও এবারের দায়িত্বটা একটু ভিন্ন। বাংলাদেশের সবগুলো আন্তর্জাতিক ভেন্যুর কিউরেটররা কাজ করবেন হেমিংয়ের অধীনে।

সেই সঙ্গে তাকে রিপোর্ট জমা দিতেও বাধ্য থাকবেন তারা। এ ছাড়া বিসিবির নিয়োগ দেয়া চারজন মৃত্তিকাবিজ্ঞানী এবং অন্য কিউরেটরদেরও প্রশিক্ষণ দেবেন তিনি। লম্বা সময় ধরেই মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে কাজ করছেন গামিনী ডি সিলভা।

তবে বেশিরভাগ সময়েই প্রত্যাশিত উইকেট বানাতে ব্যর্থ হয়েছেন এই শ্রীলঙ্কান। সবশেষ কয়েক বছর ধরে তাকে নিয়ে সমালোচনা থাকলেও নতুন কাউকে মিরপুরের দায়িত্ব দেয়নি বিসিবি। যদিও সাম্প্রতিক সময়ে লঙ্কান কিউরেটরের কাজ নিয়ে সন্তুষ্ট নয় বিসিবির পরিচালকরা।

যদিও কদিন আগে লঙ্কান কিউরেটরের সঙ্গে এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছে বিসিবি। তবে হেমিং বাংলাদেশে ফেরায় বিপাকে পড়তে হতে পারে গামিনীকে। টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হেমিংকে সব কাজের রিপোর্ট দিতে হবে। সেই সঙ্গে লঙ্কান কিউরেটরের কাজ পর্যালোচনা করবেন হেমিং।

আরো পড়ুন: টনি হেমিং