এর আগে বিসিবি নির্বাচনে কাউন্সিলর মনোনয়নের সময় বেধে দেওয়া হয়েছিল ১৭ সেপ্টেম্বর। তবে গত রবিবার ক্রিকেট বোর্ড এক সংবাদ বিবৃতিতে সেটি পিছিয়ে ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত করে। আগের সেই তারিখ পরিবর্তন করা হয়েছে দুই দফায়। একবার ২০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বর্ধিত করা হয়।
এরপর আরেক দফা কাউন্সিলর মনোনয়নের সময় পিছিয়ে ২২ সেপ্টেম্বর নির্ধারণ করেছে কমিশন। নতুন তফসিল অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। মনোনয়ন বিতরণ ২৬ ও ২৭ সেপ্টেম্বর। মনোনয়ন দাখিল ২৮ সেপ্টেম্বর। আর মনোনয়ন যাচাই বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ ২৯ সেপ্টেম্বর।
এরপর প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবে ১ অক্টোবর এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকাও একইদিন প্রকাশ করা হবে। নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে ৬ সেপ্টেম্বরই। তফসিলে জানানো হয়েছে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে সেদিন সন্ধ্যা ৬টায়। সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। ৯টায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ফল প্রকাশ হবে।
এরই মধ্যে বিসিবি নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেই সঙ্গে তামিম ইকবালও বিসিবি নির্বাচনে অংশ নেবেন। সভাপতি এই দুজনের মধ্যেই কঠোর লড়াই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে বিসিবি নির্বাচনে অংশ নেবেন আরও অনেক হেবিওয়েট প্রার্থী। যেখানে আছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে পরীক্ষিত সংগঠকরা।