লিটনের জন্য অপেক্ষা, না হলে অধিনায়ক জাকের

বাংলাদেশ
লিটনের জন্য অপেক্ষা, না হলে জাকের
ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। হাই ভোল্টেজ ম্যাচের আগে সাইড স্ট্রেইনের চোটে পড়েছেন তিনি। এই ম্যাচে লিটন খেলতে না পারলে জাকের অধিনায়কত্ব করবেন বলে জানিয়েছে বাংলাদেশ দলের একটি সূত্র।

ভারত ম্যাচের আগে বাংলাদেশ সময় ৬টা পর্যন্ত তার জন্য অপেক্ষা করা হবে। টিম ম্যানেজমেন্টের সূত্র মতে হালকা ব্যাথা আছে লিটনের। তাকে খেলানোর জন্য শেষ মূহুর্ত অপেক্ষা করতে চায় বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট।

গত সোমবার অনুশীলনে এসে নিজের সহজাত ব্যাটিংই করছিলেন লিটন। দুর্দান্ত সব শটে নিজেকে প্রস্তুত করছিলেন ভারত ম্যাচের জন্য। ব্যাটিং করার সময় হঠাৎ করেই সাইড স্ট্রেইনের চোট পান লিটন। ব্যাটিং থামিয়ে সামলে ওঠার চেষ্টা করলেও সেটা পারেননি।

পরবর্তীতে ফিজিও বায়েজিদুল ইসলাম এসে তাকে ব্যাটিং নেটের বাইরে নিয়ে গেছেন এবং প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। যদিও আর ব্যাটিংয়ে ফেরেননি ডানহাতি এই ব্যাটার। সতর্কতার স্বার্থে বাইরে বসে সতীর্থদের অনুশীলন দেখেন লিটন।

অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলা শেখ মেহেদী অবশ্য কোনো আপডেট দিতে পারেননি সেদিন। লিটনের চোট নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন, ‘আমি এসব কিছু জানি না। আমি অনুশীলন করছিলাম।’ খোঁজ নিয়ে জানা গেছেন, বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের চোট খুব বেশি গুরুতর নয়। এমনটা হলে স্বাভাবিকভাবেই ভারত ম্যাচে পাওয়া যাবে তাকে।

আরো পড়ুন: এশিয়া কাপ