দ্য হান্ড্রেডে দল পেলেন আমির-ইমাদ

আমিরকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস
ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের মালিকানায় রয়েছে একাধিক ভারতীয় প্রতিষ্ঠান। তাদের দলে কোনো পাকিস্তানি ক্রিকেটারকে দেখা যাবে কিনা তা নিয়ে জোর গুঞ্জন ছিল। তবে সব গুঞ্জন ও ধোঁয়াশা পেছনে ফেলে মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে দলে ভিড়িয়েছে নর্দান সুপারচার্জার্স।

promotional_ad

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) চলতি বছরের শুরুতেই জানিয়ে দিয়েছিল নতুন বিনিয়োগকারীদের পরিচয়—যাদের মধ্যে চারটি প্রতিষ্ঠান ভারতের এবং আরও দুইজন ভারতীয়-যুক্তরাষ্ট্র ভিত্তিক। তবে এই টুর্নামেন্টে পাকিস্তানি ক্রিকেটাররাও যে খেলতে পারবেন তার ইঙ্গিত দিয়েছিলেন ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড। তিনি ফেব্রুয়ারিতে বলেছিলেন, 'আমরা জানি অন্য কোথাও এসব দেখা গেছে, কিন্তু এখানে সেটা হবে না।'


আরো পড়ুন

চুক্তিতে না থাকলেও নিউজিল্যান্ডের হয়ে খেলতে চান ফার্গুসন

৬ আগস্ট ২৫
নিউজিল্যান্ডের জার্সিতে লকি ফার্গুসন

যদিও ড্রাফট থেকে কোনো দলই কোনো পাকিস্তানি ক্রিকেটারকে দলে নেয়নি। যদিও এর পেছনে ব্যাখ্যা ছিল পাকিস্তানের সীমিত ওভারের ব্যস্ত সূচি। এবার অবশ্য পাকিস্তান দলের বাইরে থাকা দুই ক্রিকেটারকে দলে ভিড়িয়ে সব শঙ্কা উড়িয়ে দিল নর্দান সুপারচার্জার্স।


promotional_ad

দুজনেই সুযোগ পেয়েছেন বদলি ক্রিকেটার হিসেবে। বেন ডোয়ারশিস পুরো টুর্নামেন্টেই খেলছেন না। আর মিচেল স্যান্টনার দুটি ম্যাচে খেলতে পারবেন না আন্তর্জাতিক ব্যস্ততার কারণে। এর কারণে দুই পাকিস্তানি ক্রিকেটারকে দলে নিয়েছে দলটি। নর্দান সুপারচার্জার্সের মালিকানায় রয়েছে ভারতীয় মিডিয়া জায়ান্ট সান গ্রুপ। আগামী ১ অক্টোবর থেকে তারা দল পরিচালনায় দায়িত্ব নেবে।


আরো পড়ুন

যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়ে আইপিএল খেলতে চান আমির

২৪ এপ্রিল ২৫
যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়ে আইপিএল খেলতে চান আমির, ফাইল ফটো

হান্ড্রেডে ইংল্যান্ডের বেশিরভাগ টেস্ট ব্যাটারকেই পুরো মৌসুমে পাওয়া যাবে, তবে পেস বোলারদের বিশ্রামে রাখা হয়েছে স্বল্প সময়ের জন্য। লন্ডন স্পিরিট জেমি স্মিথ ও ওলি পোপের বিশ্রামের কারণে প্রথম ম্যাচে (৫ আগস্ট) উইকেটকিপার হিসেবে দলে নিয়েছে জন সিম্পসনকে। গ্ল্যামারগনের অলরাউন্ডার ড্যান ডুথওয়াইটও স্বল্পমেয়াদে চুক্তিবদ্ধ হয়েছেন।


মার্ক চ্যাপম্যান ও ফারহান আহমেদ ম্যানচেস্টার অরিজিনালসে বিকল্প ক্রিকেটার হিসেবে যোগ দিচ্ছেন রাচিন রবীন্দ্র (আন্তর্জাতিক ব্যস্ততা, ৪ ম্যাচ) ও মারচান্ট ডি ল্যাঙ্গের (ইনজুরি, পুরো টুর্নামেন্ট) বদলি হিসেবে। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আকিল হোসাইন ট্রেন্ট রকেটসে দুই ম্যাচের জন্য জর্জ লিন্ডের স্থলাভিষিক্ত হবেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball