দশ হাজার ক্লাবের অপেক্ষায় 'উপেক্ষিত' তুষার

ঘরোয়া
দশ হাজার ক্লাবের অপেক্ষায় 'উপেক্ষিত' তুষার
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

প্রথম শ্রেণীর ক্রিকেটে বেশ কিছুদিন থেকেই দুর্দান্ত ফর্মে আছেন তুষার ৩৪ বছর বয়সী তুষার ইমরান। টেস্টের আদর্শ ব্যাটসম্যান হিসেবে নিজেকে অনেকবার প্রমাণও করেছেন তিনি। 

প্রথম শ্রেণীর ক্রিকেটে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকও তুষার। চলমান বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) আসরেও ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন জাতীয় দল থেকে ব্রাত্য এই টপ অর্ডার ব্যাটসম্যান। 

ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে খেলতে নেমে চলতি টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের তুষার। খেলেছেন ১০৫ রানের অনবদ্য একটি ইনিংস।


এরই সাথে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছেন তিনি। মাত্র ৩৫ রান করলেই দারুণ এই রেকর্ডে নাম লেখাবেন তুষার ইমরান।

বর্তমানে তুষারের সংগ্রহ ৯৯৬৫রান। যেখানে তাঁর সর্বোচ্চ রানের ইনিংসটি ২২০ রানের। শতক ২৫টি এবং অর্ধশতক ৫৩টি। এদিকে তুষারের দারুণ এই ইনিংসের সুবাদে বৃহস্পতিবার ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে বিসিএলের তৃতীয় দিন ৮৯ ওভারে ৫ উইকেটে ৩১৮ রান সংগ্রহ করেছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল।  

আরো পড়ুন: this topic