সৌম্যদের প্রতি সিনিয়রদের পরামর্শ

ঘরোয়া
সৌম্যদের প্রতি সিনিয়রদের পরামর্শ
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

জাতীয় দলে জায়গা হারিয়ে আবারো জায়গা করে নেওয়াটা অনেক বেশি কঠিন। আর কঠিন এই কাজেই অনেক ক্রিকেটারই হারিয়ে যান ক্রিকেটাঙ্গন থেকে। জাতীয় দলে ফেরা তো দুরের কথা, ঘরোয়া লিগেও নিজেদের হারিয়ে খোঁজেন তারা।

এর বেশ কিছু কারণ বের করেছেন দেশের ক্রিকেটের স্বনামধন্য কোচ সারোয়ার ইমরান। একইসাথে ক্রিকেটাররা কিভাবে এই অবস্থা থেকে নিজেদের ভালো অবস্থানে নিয়ে যাবেন, সেই ব্যাপারেও পরামর্শ দিয়েছেন তিনি। একাত্তর টিভিকে সরোয়ার ইমরান বলেন, 

"বেশিরভাগ ক্রিকেটার জাতীয় দল থেকে বাদ পরার পর ঘরোয়া লীগে ভালো না করার কারণ, ফোকাস থাকেনা তাদের। তাদের আগ্রহ কম থাকে। এজন্য আগ্রহ বাড়াতে হবে। একটা কাজ উপভোগ না করতে পারলে সেই কাজ করা কঠিন।

"ক্রিকেটারদের সবসময় ইতিবাচক থাকা উচিত। সচেতন হতে হবে তাদের, দেখতে হবে আশেপাশে কি হচ্ছে। কেননা আমরা যখন জাতীয় দল থেকে বাদ পরি, তখন এসব আমাদের মাথায় থাকে না। কাজেই আমি যেখানে খেলি সেখানে নিজের মান বাড়াতে হবে।"

একইদিনে এই প্রসঙ্গে কথা বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। বাদ পরা ক্রিকেটারদের দলে ফেরার ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন তিনিও। একাত্তরকে বলেছেন,

"এখন আমার কঠিন সময়। এখন আমাকে কষ্ট করতে হবে। কষ্ট করার বিকল্প নেই। আমি এখন নেই জাতীয় দলে, সুতরাং আমি বিসিএল বা ডিপিএলে ভালো খেলতে চাই, এটাই আমার লক্ষ্য হওয়া উচিত।

"আমি যদি আজকে ভালো না করি, কালকে ভালো না করি তাহলে দিনশেষে একশো নম্বর পাবোনা। সুতরাং আমাকে ফাঁকি দিলে হবে না। আমাকে একশোতে একশো পাওয়ার জন্য লড়তে হবে।"


আরো পড়ুন: this topic