দুর্দান্ত জয়ে বিসিএল শুরু জহুরুল-আরিফুলদের

ঘরোয়া
দুর্দান্ত জয়ে বিসিএল শুরু জহুরুল-আরিফুলদের
Author photo
সৈয়দ সামি
· ১ মিনিট পড়া

দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের মর্যাদার আসর বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ আসরের প্রথম রাউন্ডে দাপুটে জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বিসিবি নর্থ জোন। ওয়াল্টন সেন্ট্রাল জোনকে তারা ৯ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে।

সেন্ট্রাল জোনের দেয়া ৬৮ রানের মামুলি লক্ষ্য এক উইকেট হারিয়ে টপকে যায় নর্থ জোন। নর্থ জোনের হয়ে নাজমুল হোসেন ৩১ ও জুনায়েদ সিদ্দিক ১০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ওপেনার মিজানুর রহমান ২৫ রানে আউট হয়েছেন। ম্যাচ সেরা হয়েছেন প্রথম ইনিংসে ১৫৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলা জহুরুল ইসলাম।

চারদিনের ম্যাচের প্রথম ইনিংসই পার্থক্য গড়ে দিয়েছিল এই ম্যাচে। নর্থ জোনের বোলারদের দাপুটে বোলিংয়ে ১৮৮ রানে গুটিয়ে যায় সেন্ট্রাল জোন। তারপর, নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৫৭ রান করে ইনিংস ঘোষণা করে নর্থ জোন। সাত রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন ধীমান ঘোষ। চারটি উইকেট নেন আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়া পেস তারকা তাসকিন আহমেদ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৩৬ রান জমা করে সেন্ট্রাল জোন। ইনিংস হার এড়িয়ে তাদের লিড দাঁড়ায় মাত্র ৬৭ রানে। সেন্ট্রাল জোনের হয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান রকিবুল হাসান। অধিনায়ক মোশাররফ হোসেন রুবেলের ব্যাট থেকে আসে ৬১।

প্রথম ইনিংসের চার উইকেটশিকারি অলরাউন্ডার আরিফুল হক দ্বিতীয় ইনিংসে বল হাতে নিয়েছেন আরও তিনটি উইকেট। প্রথম ইনিংসে বোলিংয়ের সুযোগ না পাওয়া সোহরাওয়ার্দী শুভও জ্বলে উঠেছেন বল হাতে পেয়ে। এই অলরাউন্ডার দখল করেছেন চারটি উইকেট।

বিসিএলের এবারের আসরের দ্বিতীয় রাউন্ড  শুরু হবে ১৫ জানুয়ারি (সোমবার) থেকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুমিনুল হকের ইস্ট জোনকে মোকাবিলা করবে ইনফর্ম নর্থ জোন। বিকেএসপিতে সেন্ট্রাল জোনের প্রতিপক্ষ সাউথ জোন। এই দুই দলের ঘরে চারটি বিসিএল শিরোপা (দু’টি করে)। এখনো শিরোপার দেখা পায়নি ইস্ট জোন।


স্কোর: সেন্ট্রাল জোন – ১৮৮ ও ৩৩৬

নর্থ জোন – ৪৫৭/৯ ডিক্লে. ও ৭০/১ (টার্গেট ৬৮)


আরো পড়ুন: this topic