আইপিএল ও আন্তর্জাতিক সূচির কারণে দুই মৌসুম ধরে পিএসএল খেলা হচ্ছে না রশিদের। এমন অবস্থায় রশিদের অভাব পূরণ করার জন্যেই রিশাদকে দলে ভিড়িয়েছে লাহোর। প্রথম ম্যাচে লাহোর জয় না পেলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেয়েছে দলটি এবং তাতে বড় অবদান রেখেছেন রিশাদ।
ম্যাচ শেষে ভিসে বলেন, 'রশিদের জায়গা পূরণ করা এতোটাও সহজ নয়, সে গত মৌসুম আমাদের সঙ্গে ছিল না সেটার জন্য আমাদের বেশ ভুগতে হয়েছিল। রিশাদ দারুণ বল করেছে, তার মতো একজনকেই আমাদের প্রয়োজন ছিল।'
'সে আজ দারুণ বল করেছে। শাহীনের জন্য এটা বড় একটা সুযোগ তৈরি করে দিয়েছে কারণ রিশাদ দলে ভারসাম্য এনেছে। রিশাদকে পেয়ে আমাদের জন্য ভালো হয়েছে, সে দলের একজন সম্পদ।'
ফখর জামান ও স্যাম বিলিংসের ফিফটিতে ছয় উইকেটে ২১৯ রান করে লাহোর। ডিফেন্ড করতে গিয়ে রিশাদ বোলিংয়ে আসেন সপ্তম ওভারে। এর আগেই ৬২ রান তুললেও ৪ উইকেট হারিয়ে ফেলে কোয়েটা। আক্রমণে এসে প্রথম ওভারে ছয় রান দেন রিশাদ। পরের ওভারের চতুর্থ বলে রাইলি রুশো ছক্কা মেরে দেন রিশাদকে।
প্রতিশোধ নিতে অবশ্য একটুকু দেরি করেননি বাংলাদেশের তরুণ স্পিনার। পরের বলেই দ্রুতগতির এক গুগলিতে বোল্ড করে দেন সাউথ আফ্রিকার ব্যাটারকে। টানা চার ওভার বোলিং করা রিশাদ বাকি দুটি উইকেট পেয়েছেন নিজের শেষ ও দলের ১৩তম ওভারে।
শেষ ওভারের প্রথম বলে মোহাম্মদ আমিরকে দারুণ এক লেগ ব্রেকে বোল্ড করেন দেন রিশাদ। এরপর ওভারের চতুর্থ বলে আবরার আহমেদকে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ারে মোহাম্মদ নাঈমের ক্যাচ বানান রিশাদ। কোয়েটা শেষ পর্যন্ত ১৬.২ ওভারে অলআউট হয় ১৪০ রানে। রিশাদ তিন উইকেট নিতে খরচ করেছেন ৩১ রান।