promotional_ad

পিএসএল প্লে-অফের লাইনআপ চূড়ান্ত, সাকিব-মিরাজদের প্রতিপক্ষ করাচি

লাহোর কালান্দার্স
প্রায় ৬ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে ব্যাটে-বলে ভালো করতে পারেননি সাকিব আল হাসান। লাহোর কালান্দার্সের জার্সিতে অভিষেকের দিনে ব্যাটিংয়ে ‘গোল্ডেন ডাক’ মারা তারকা অলরাউন্ডার বোলিংয়ে ২ ওভারে ১৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। সাকিবের এমন পারফরম্যান্সের দিনেও পেশোয়ার জালমিকে ২৬ রানে হারিয়ে পিএসএলের সেরা চারে জায়গা করে নেয় লাহোর।

promotional_ad

১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে প্লে-অফে উঠলেও লাহোরের অবস্থান ছিল তালিকার চারে। ফলে স্বাভাবিকভাবেই এলিমিনেটর খেতে হবে শাহীন শাহ আফ্রিদিদের। তবে এলিমিনেটরে তাদের প্রতিপক্ষ কে ছিল সেটা নিশ্চিত ছিল। সোমবার (১৯ মে) করাচি কিংসকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করে ইসলামাবাদ ইউনাইটেড। ফলে লাহোরের সঙ্গে এলিমিনেটর খেলতে হবে করাচিকে।


আরো পড়ুন

পিএসএলে দল পাওয়ার গল্প শোনালেন মিরাজ

২ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

আগামী ২২ মে বাংলাদেশ সময় রাত ৯ টায় করাচির বিপক্ষে খেলতে নামবেন সাকিব-শাহীন আফ্রিদির লাহোর। সেই ম্যাচে জিততে পারলে তারা উঠে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। যেখানে তাদের খেলতে হবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের সঙ্গে। একদিন আগেই অর্থাৎ ২১ মে প্রথম কোয়ালিফায়ারে কোয়েটা গ্লাডিয়েটর্সের সঙ্গে খেলবে ইসলামাবাদ।


promotional_ad



আরো পড়ুন

লাহোরের হয়ে খেলতে বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র পেলেন মিরাজ

১৯ মে ২৫
সাকিবের পর পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন মেহেদী হাসান মিরাজ, ফাইল ফটো

সেই ম্যাচে যারা জয় পাবে তারাই পিএসএলের চলতি আসরের ফাইনালে উঠে যাবে। হেরে যাওয়া দল খেলবে এলিমিনেটর থেকে জিতে আসা করাচি কিংবা লাহোরের বিপক্ষে। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ২৩ মে, লাহোরে। পরবর্তীতে ২৫ অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া পিএসএলের ফাইনাল।


পিএসএল শুরু হওয়ার পর ড্যারিল মিচেলের জায়গায় সাকিবকে দলে নেয় লাহোর। এ ছাড়া টম কারানের বদলি হিসেবে ভানুকা রাজাপাকশেকে দলে টেনেছে তারা। জাতীয় দলের খেলা থাকায় পাকিস্তান ছেড়ে চলে গেছেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ের অলরাউন্ডারের বদলি হিসেবে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজের সঙ্গে চুক্তি করেছে লাহোর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball