সাকিবের সাথে গম্ভীরকেও বাদ দিতে যাচ্ছে কলকাতা!

ফ্র্যাঞ্চাইজি লিগ · আই পি এল
সাকিবের সাথে গম্ভীরকেও বাদ দিতে যাচ্ছে কলকাতা!
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ইতিহাসে সবথেকে সফল অধিনায়ক হিসেবেই ধরা হয় ভারতীয় ব্যাটসম্যান গৌতম গম্ভীরকে। ২০১১ সাল থেকেই কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব করছেন গম্ভীর। তাঁর অধিনায়কত্বে ২০১২ এবং ২০১৪ সালে শিরোপা জিতেছিলো নাইট রাইডার্সরা।

তবে এবার ঘরের ছেলে সেই গম্ভীরকেই ছেড়ে দিতে যাচ্ছে কলকাতা কর্তৃপক্ষ! আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আসর থেকে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে টুর্নামেন???ট কর্তৃপক্ষ।

নতুন নিয়ম অনুযায়ী, আইপিএলের আগামী আসরে দেশি ও বিদেশি মিলিয়ে পাঁচজন ক্রিকেটার ধরে রাখার সুযোগ পাবে প্রত্যেকটি দল। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির নিলাম অনুষ্ঠান।

এর আগেই প্রত্যেক দলকে জানাতে হবে রেখে দেয়া ক্রিকেটারের নাম।  আর সেই তালিকা জমা দেয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার। কলকাতার স্বনামধন্য বাংলা দৈনিক আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে এবার শুধু অস্ট্রেলিয়ান হার্ডহিটার ব্যাটসম্যান ক্রিস লিনকেই ধরে রাখছে কলকাতা। 

অপরদিকে গম্ভীর ছাড়াও টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকেও ছেড়ে দিচ্ছে শাহরুখ খানের দলটি। এর আগের কেকেআরের সুযোগ ছিল ১৪ জন ক্রিকেটার ধরে রাখার। তাই তারা সাকিবকে ধরে রেখেছিল। তবে এবার সাকিব এবং গম্ভীর উভয়কেই নিলামে দাঁড়াতে হবে বলে ধারণা করা যাচ্ছে। 

উল্লেখ্য গত আইপিএল আসরে সবমিলিয়ে ১৪ জন ক্রিকেটারকে ধরে রেখেছিলো কলকাতা নাইট রাইডার্স। আর রেখে দেয়া ক্রিকেটারের তালিকায় ছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান এবং অধিনায়ক গৌতম গম্ভীর। 

আরো পড়ুন: this topic