চ্যাম্পিয়ন্স ট্রফির আগমুহূর্তে ফার্গুসনের চোট

আন্তর্জাতিক
চ্যাম্পিয়ন্স ট্রফির আগমুহূর্তে ফার্গুসনের চোট
চ্যাম্পিয়ন্স ট্রফির আগমুহূর্তে লকি ফার্গুসনের চোট, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাও খেলতে পারেন লকি ফার্গুসন। নিউজ়িল্যান্ডের এই পেসার হ্যামস্ট্রিংয়ে চোটে ভুগছেন। সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে চোট পেয়েছেন তিনি।

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির এই ইভেন্ট শুরুর আগে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি লিগে ডেজ়ার্ট ভাইপার্সের হয়ে খেলছিলেন ফার্গুসন। সেখানে বোলিংয়ের সময় চোট পান তিনি।

চোট কতটা গুরুতর সেটি দেখার জন্য ইতোমধ্যে স্ক্যানও করা হয়েছে। অভিজ্ঞ এই পেসারকে না পেলে নিশ্চিতভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিপদে পড়বেন কিউইরা। যদিও নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড ফার্গুসনকে দলে পেতে আশাবাদী।

তিনি বলেন, 'সংযুক্ত আরব আমিরাতে ফার্গুসনের চোটের জায়গায় স্ক্যান করা হয়েছে। রিপোর্ট এসেছে আমাদের কাছে। দলের চিকিৎসকেরা কী বলেন সেটার অপেক্ষায় আছি। মনে হচ্ছে খুব বড় চোট নয়। তবে রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া হবে ফার্গুসনকে পাকিস্তানে নিয়ে যাওয়া হবে কি না।'

নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সবচেয়ে অভিজ্ঞ পেসার ফার্গুসন। উপমহাদেশের পিচে তার বোলিংও দারুণ কার্যকরী। দেশের হয়ে ৬৫টি ওয়ানডে ম্যাচে ৯৯টি উইকেট নিয়েছেন এই পেসার। ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচে ফার্গুসন নেন ৬৪টি উইকেট।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজ়িল্যান্ডের গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ। করাচিতে পাকিস্তানের বিপক্ষে নিউজ়িল্যান্ডের ম্যাচ দিয়েই এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে। বাংলাদেশের বিপক্ষে নিউজ়িল্যান্ড খেলবে রাওয়ালপিণ্ডিতে (২৪ ফেব্রুয়ারি)। ভারতের বিপক্ষে দুবাইয়ে ২ মার্চ খেলবে দলটি।

আরো পড়ুন: লকি ফার্গুসন