পিসিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ইউসুফ

আন্তর্জাতিক
পিসিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ইউসুফ
পাকিস্তানের অনুশীলনে মোহাম্মদ ইউসুফ
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
পাকিস্তানের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমীর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। এর মধ্যে দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সব সম্পর্ক শেষ করলেন তিনি।

ক্রিকেট পাকিস্তানকে একটি সূত্র জানিয়েছে ইউসুফ গত সপ্তাহে পিসিবিতে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। কোচের পদ থেকে পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত প্রতিশ্রুতির কথা উল্লেখ্য করেছেন তিনি।

এর আগে পাকিস্তান জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন ইউসুফ। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে পাকিস্তান দলের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন এই সাবেক পাকিস্তানি ক্রিকেটার।

যদিও বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে তিনি কোচিং স্টাফে ছিলেন না। মূলত পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের গড়ে তুলতেই ইউসুফের কাঁধে অ্যাকাডেমীর দায়িত্ব বুঝিয়ে দিয়েছিল পিসিবি।

তার ব্যাপক অভিজ্ঞতা এবং ট্যাকনিক তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ হতে পারত। পাকিস্তান দলে এখনও তার মতো একজন ব্যাটার খুঁজে পাওয়া যায়নি। তা নিয়ে অনেক সময়ই অনেক সাবেক ক্রিকেটারকে আক্ষেপ করতে শোনা যায়।

এদিকে ইউসুফের পদত্যাগের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি পিসিবি। ফলে ইউসুফের পদত্যাগ সাময়িক নাকি দীর্ঘ মেয়াদী এই ব্যাপারে কোনো ধারণা পাওয়া যায়নি।

আরো পড়ুন: মোহাম্মদ ইউসুফ