শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া, ক্যারিবীয়দের সামনে বাংলাদেশের রেকর্ড

আন্তর্জাতিক
গ্রেনাডায় শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া, ক্যারিবীয়দের সামনে বাংলাদেশের রেকর্ড
দিন শেষে মাঠ ছাড়ছেন অ্যালেক্স ক্যারি ও প্যাট কামিন্স
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
গ্রেনাডায় শক্ত অবস্থানে থেকে বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। তারা ৭ উইকেটে ২২১ রান করে দিনের খেলা শেষ করেছে। প্রথম ইনিংসে পাওয়া ৩৩ রানের লিডসহ ওয়েস্ট ইন্ডিজের চেয়ে অস্ট্রেলিয়া এগিয়ে আছে ২৫৪ রানের ব্যবধানে। চতুর্থ ইনিংসে এই মাঠে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ২১৭ রান, যা বাংলাদেশের দখলে। সেই হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সামনে দাঁড়াতে যাচ্ছে রেকর্ড গড়ার কঠিন চ্যালেঞ্জ।

দিনের শুরুটা সহজ ছিল না সফরকারীদের জন্য। আগের দিন ১২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া অস্ট্রেলিয়াকে পথ দেখিয়েছেন স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিন। তৃতীয় উইকেটে ন্যাথান লায়ন ৮ রানে আউট হয়ে গেলে চতুর্থ উইকেটে তারা গড়েন ৯৩ রানের জুটি। স্মিথ করেন ৭১ রান, আর গ্রিন নিজের নতুন ব্যাটিং পজিশন তিন নম্বরে খেলে ৫২ রানের কার্যকর ইনিংস খেলেন।

ইনিংসের শুরুতে আঙুলে চোট পাওয়া স্মিথ ব্যথা নিয়েও সাবলীল ব্যাটিং করেন, অন্যদিকে ধীরে শুরু করলেও গ্রিন ধীরে ধীরে উইকেটে মানিয়ে নিয়ে হাতখুলে খেলেছেন। তবে এই দুজনের বিদায়ের পর ওয়েস্ট ইন্ডিজ বোলাররা কিছুটা ঘুরে দাঁড়ায়। জাস্টিন গ্রেভস স্মিথ ও বাউ ওয়েবস্টারকে দ্রুত ফিরিয়ে দেন।

শামার জোসেফ ৩৯ রানে থামিয়ে দেন হেডকে। তবে শেষদিকে অ্যালেক্স ক্যারি অপরাজিত থেকে (২২ রান) লিডটা বাড়ানোর কাজ চালিয়ে যাচ্ছেন। তার সঙ্গী অধিনায়ক প্যাট কামিন্স ৪ রানে অপরাজিত আছেন। বৃষ্টি-বিঘ্নিত দিনে মাত্র ৫৮.৩ ওভার খেলা হলেও অস্ট্রেলিয়া দারুণভাবে এগিয়ে আছে।

বলের গতি, সুইং এবং পিচের আচরণ ব্যাটসম্যানদের জন্য কঠিন হয়ে উঠছে। ফলে চতুর্থ ও পঞ্চম দিনটি যে বোলারদের হতে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। ক্যারিবীয় বোলারদের মধ্যে গ্রেভস, শামার জোসেফ এবং জেইডেন সিলস – তিনজনই নিয়েছেন দুটি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন আলজারি জোসেফ।

অস্ট্রেলিয়ার হাতে আছে আর ৩ উইকেট। তারা স্কোরটা ৩০০ এর কাছাকাছি নিয়ে যেতে পারলে নিশ্চিতভাবেই স্বাগতিকদের কঠিন চ্যালেঞ্জ জানাতে পারবে কামিন্সের দল। চতুর্থ ইনিংসে এই মাঠে আড়াইশ তাড়া করাও কঠিন চ্যালেঞ্জ। তা ইতিহাস ঘাটলেই বোঝা যায়।

আরো পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ