পান্তকে নিয়ে শঙ্কার দিনে আড়াইশ পার ভারতের

ছবি: ৩৭ রানে রিটায়ার্ড হার্ট হন ঋষভ পান্ত, ফাইল ফটো

শুরুর ভাগে ইংল্যান্ডের পেস আক্রমণ ভালোভাবেই সামলে নিয়েছেন টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতের দুই ওপেনার। রাহুলের অভিজ্ঞতা আর জয়সাওয়ালের দারুণ ব্যাটিং শৈলীতে উদ্বোধনী জুটিতে আসে ৯৪ রান। ইংল্যান্ড পেসাররা বলের মুভমেন্ট কাজে লাগালেও প্রথম ঘণ্টায় সাফল্য আসেনি।
প্রতিভার মতো পান্তের বড় একটা হৃদয়ও আছে: নাসের
৩ ঘন্টা আগে
বিশেষ করে ক্রিস ওকস বেশ কয়েকবার সম্ভাবনা জাগিয়েও কিছু করতে পারেননি। দ্বিতীয় সেশনে রাহুল (৪৬) ফিরলে ভাঙে সেই উদ্বোধনী জুটি। এরপরেই জয়সাওয়াল ফিফটি করে বিদায় নেন ৫৮ রানে। আট বছর পর টেস্ট দলে ফেরা লিয়াম ডসন তাকে ফিরিয়ে দেন সপ্তম বলেই। তার অফ স্টাম্প তাক করা বলে ডিফেন্স করতে গিয়ে প্রথম স্লিপে ধরা পড়েন জয়সাওয়াল।

এরপর দ্রুত ফেরেন শুভমান গিলও (১২)। তাকে এলবিডব্লিউ করেন বেন স্টোকস। ইংল্যান্ডের নিয়ন্ত্রণে ফিরে আসার আভাস পাওয়া যাচ্ছিল। তবে ভারতীয় শিবিরে আশার আলো জ্বালান সাই সুদার্শন ও পান্ত। চতুর্থ উইকেটে তাদের ৭২ রানের জুটিই দিন শেষে ভারতকে আড়াইশ পার করায়। তবে সেই জুটি ভাঙে পান্ত চোট পেলে।
ভারত-পাকিস্তানের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা ইংল্যান্ডের
৩ ঘন্টা আগে
ওকসের ইয়র্কার তার বুটে আঘাত করে। এক পায়ে দাঁড়াতেই পারছিলেন না, টিভি ফুটেজে দেখা যায় একটি ফুলে যাওয়া জায়গা। সেখান থেকে রক্ত ঝরতেও দেখা যায়।। এরপর গলফ কার্টে করে মাঠ ছাড়তে হয় তাকে। তখন ৪৮ বলে ৩৭ রানে খেলছিলেন পান্ত। চোটের আগেই তিনি ছুঁয়ে ফেলেছিলেন ইংল্যান্ডের মাটিতে টেস্টে এক হাজার রানের মাইলফলক।
সুদর্শান যদিও ফিফটি (৬১ রান, ১৫১ বল) পূর্ণ করেন, তবে ইনিংস বড় করতে পারেননি। স্টোকসের শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ দিয়ে বিদায় নেন এই তরুণ। এরপর দিনের শেষ দিকে আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়, তখন উইকেটে ছিলেন রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর।
দুজনই ব্যাটিংয়ে আছেন ১৯ রানে। ৮৩ ওভারের দিনে ভারতের সংগ্রহ চার উইকেটে ২৬৪ রান। যদিও পান্তের চোট পরিস্থিতি বলছে কার্যত তারা পাঁচ উইকেট হারিয়েছে। দ্বিতীয় দিনে জাদেজা ও ঠাকুরের ব্যাটে আশা রাখবে সফরকারীরা।