এবারের এশিয়া কাপ ৮ দলের

ছবি: ভারত, ফাইল ফটো

ভারতের সংবাদমাধ্যমের মতে ঢাকায় হতে যাওয়া এসিসি সভা শেষেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এবারের এশিয়া কাপে খেলবে আট দল, যাদের মধ্যে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্য থেকে থাকছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। ২১ সেপ্টেম্বর এই টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এশিয়া কাপেও একই গ্রুপে ভারত-পাকিস্তান
৮ ঘন্টা আগে
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে গত কয়েকদিন ধরেই ঢাকায় আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। যদিও বিসিসিআই তথা ভারতের পক্ষ থেকে কেউই স্ব-শরীরে আসছেন না, অনলাইনে যোগ দেবেন তারা।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাম্প্রতিক সময়ের রাজনৈতিক টানাপোড়নের কারণে কদিন আগেই স্থগিত হয়েছে দুই দেশের সাদা বলের ক্রিকেটের সিরিজ। একই কারণে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এসিসি সভায় যোগ দিতে চাননি বিসিসিআইয়ের কর্মকর্তারা।
লিটন আমাকে ফোন দিয়ে বলেছে, ‘তুই আমার দলের মেইন প্লেয়ার’: সাইফউদ্দিন
২ ঘন্টা আগে
একমাত্র ভেন্যু পরিবর্তন হলেই এসিসি সভায় যোগ দিতে রাজি ছিল বিসিসিআই। যদিও ঢাকায় এজিএম করতে বদ্ধপরিকর ছিলেন এসিসি ও পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। ভারতকে অনুরোধ করার পরও ঢাকায় আনার ব্যাপারে রাজি করাতে পারেননি তিনি। তবে শেষ পর্যন্ত অনলাইনে সভায় যোগ দিতে রাজি হয়েছেন তারা।
এদিকে ভারতের মতো বাংলাদেশে আসতে নিজেদের অপারগতার কথা জানায় শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তবে সভার আগের বিষয়টি সুরাহা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।