এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে কিনা জানালেন নাকভি

মহসিন নাকভি ও আমিনুল ইসলাম বুলবুল
নানা জল্পনা কল্পনার পর অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা। তবে এই সভায় এখনও এশিয়া কাপ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভারত এই সভায় ভার্চুয়ালি অংশ নিয়েছে। অনিশ্চয়তা থাকলেও এই সভায় যোগ দিয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কাও।

promotional_ad

যদিও এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি এই সভায়। তবে এসিসি সভাপতি মহসিন নাকভি আশাবাদী দ্রুতই এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। এবারের এশিয়া কাপের আয়োজক মূলত ভারত। তবে আয়োজন করা হতে পারে ভারতের বাইরে। এই ব্যাপারেও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।


আরো পড়ুন

ভারতকে রাজি করিয়ে বুলবুল বললেন, ‘ক্রিকেটের স্বার্থে সবাই যোগ দিচ্ছে’

২৩ জুলাই ২৫
বিসিসিআইয়ের কর্মকর্তারা এক সঙ্গে

এই ব্যাপারে ভারতের সঙ্গে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন নাকভি। এসিসির সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, 'এটা নিয়ে আমরা বিসিসিআইয়ের সঙ্গে কাজ করছি। আশা করছি আমরা দ্রুতই এটার সমাধান করতে পারব।'


promotional_ad



আরো পড়ুন

পন্টিংকে ছাড়িয়ে টেন্ডুলকারকে ছোঁয়ার অপেক্ষায় রুট

৪ ঘন্টা আগে
সেঞ্চুরির পর জো রুট, ইসিবি

এশিয়া কাপে ৭ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে পারে বলে জানিয়েছিল ভারতীয় গণমাধ্যম। তবে সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে লিজেন্ডস লিগের ম্যাচ বয়কট করেছেন ভারতের সাবেক ক্রিকেটাররা। এরপরই আলোচনায় এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ হবে কিনা।


এই ব্যাপারটিও দ্রুত সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন নাকভি। তিনি বলেন, 'এটা আসলে পুরোপুরি এসিসি এবং বিসিসিআইয়ের বিষয়। আমি খুবই আশাবাদী বাকি ব্যাপারগুলো আমরা দ্রুতই সমাধান করব। এশিয়া কাপের ব্যাপারটাও থাকবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball