২ দিন আগেই অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ

ছবি: টপ এন্ড সিরিজের ফটোশ্যুট

অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টে সর্বশেষ আসরেও অংশ নিয়েছিল বাংলাদেশ। এইচপি দলের ক্রিকেটাদের অংশগ্রহণে সেবার রানার্স আপ হয় বাংলাদেশ। এবার জানা গেছে আসন্ন এই টুর্নামেন্টটিতে অংশ নিতে ৭ আগস্ট অস্ট্রেলিয়ার বিমান ধরবে এ দল। এর আগে ৯ আগস্ট বিমানে ওঠার কথা ছিল নুরুল হাসান সোহান, নাইম শেখদের।
লিচই ইংল্যান্ডের সেরা স্পিনার, বিশ্বাস লায়নের
২০ মিনিট আগে
যদিও বিমানযাত্রা দুই দিন এগিয়ে আনায় পরিবর্তন আনা হয়েছে এইচপি ও 'এ' দলের মধ্যকার সিরিজেও। যা অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।পূর্বনির্ধারিত সূচিতে ১, ৩ ও ৫ আগস্ট চট্টগ্রামে ৩টি টি-টোয়েন্টি খেলার কথা ছিল এইচপি ও এ দলের ক্রিকেটারদের। তবে ফ্লাড লাইটের আলোতে এই সিরিজটি এখন হবে ৩১ জুলাই, ১ ও ৩ আগস্ট।

এই সিরিজ খেলেই অস্ট্রেলিয়ার বিমান ধরবেন এ দলের ক্রিকেটাররা। মূলত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়া ক্রিকেটারদের জন্যই এই সিরিজটি আয়োজন করেছে বিসিবি। আগে থেকেই চট্টগ্রামে অবস্থান করছেন এইচপির ক্রিকেটাররা। ডেভিড হেম্পের অধীনে ১০ জুন থেকে সেখানে চলছে ক্রিকেটারদের ক্যাম্প।
৩ টি-টোয়েন্টি শেষে আবার নিজেদের মধ্যে একটি চার দিনের ম্যাচ খেলবেন এইচপির ক্রিকেটাররা। আগস্টের ১২ তারিখ পর্যন্ত সেখানে ক্যাম্প চলবে তাদের। ১০দিন বিরতি দিয়ে এইচপির ক্রিকেটাররা চলে যাবেন রাজশাহীতে। এনসিএল টি-টোয়েন্টির ৩ ভেন্যুর একটি রাজশাহী।
তাই ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর ৩/৪দিন আগ পর্যন্ত চলবে এইচপি দলের ক্রিকেটারদের এই ক্যাম্প। আর এনসিএলকে সামনে রেখে ৫ ও ৬ আগস্ট মিরপুরের ফিটনেস টেস্ট দেবেন ক্রিকেটাররা। পরীক্ষায় পাস না করলে ক্রিকেটাররা অংশ নিতে পারবেন না টুর্নামেন্টটিতে।