আফগানিস্তান ও আরব আমিরাতকে নিয়ে পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ

ছবি: ফাইল ছবি

আইসিসির ভবিষ্যত সূচি অনুযায়ী, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল আফগানিস্তানের। দ্বিপাক্ষিক সিরিজ হলেও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে সেটিকে ত্রিদেশীয় সিরিজে রূপান্তর করেছে পিসিবি। মূলত এশিয়া কাপের আগে প্রস্তুতির ঘাটতি না রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।
পাকিস্তানের জার্সি ঢাকতে বলার ঘটনায় ক্ষমা চাইল ল্যাঙ্কাশায়ার
১৭ ঘন্টা আগে
তৃতীয় দেশ হিসেবে পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে যুক্ত হবে সংযুক্ত আরব আমিরাত। ভ্রমণ ক্লান্তি এড়াতে পাকিস্তানের পরিবর্তে সবগুলো ম্যাচ শারজাহতে আয়োজন করবে পিসিবি। গ্রুপ পর্বে প্রতিটি দল দুইটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকা দুইটি খেলবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। এশিয়া কাপ শুরুর দুইদিন আগে শেষ হবে সিরিজটি।

এশিয়া কাপের ভাগ্য নির্ধারণ কাল, রাতেই আসছে আফগানিস্তান
২৪ জুলাই ২৫
২৯ আগষ্ট পাকিস্তান ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ত্রিদেশীয় সিরিজ। পরদিন অর্থাৎ ৩০ আগষ্ট সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে খেলবে পাকিস্তান। তাদের পরের দুই ম্যাচ ২ সেপ্টেম্বর আফগানিস্তান ও ৪ সেপ্টেম্বর আফগানিস্তান। ৭ সেপ্টেম্বর শারজাহতে হবে ফাইনাল।
ত্রিদেশীয় সিরিজ শেষেই আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। যার ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর। ২০ ওভারের টুর্নামেন্টে ‘এ’ গ্রুপ রয়েছে পাকিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। গ্রুপে সেরা দুই জায়গা করে নেবে সুপার ফোরে। ভারত ও পাকিস্তান যদি ফাইনালে ওঠে তাহলে তিনবার মুখোমুখি হবে তারা।