হেনরির ৯ উইকেট, ইনিংস হার এড়ানো জিম্বাবুয়েকে গুঁড়িয়ে নিউজিল্যান্ডের জয়

দুই ইনিংস মিলে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা ম্যাট হেনরি
প্রথম ইনিংসে ৬ উইকেট নেয়া ম্যাট হেনরি দ্বিতীয় ইনিংসে নিলেন আরও তিনটি। দুই ইনিংস মিলিয়ে ডানহাতি পেসারের শিকার ৯ উইকেট। হেনরির সঙ্গে দ্বিতীয় ইনিংসে বল হাতে আলো ছড়ালেন মিচেল স্যান্টনার ও উইলিয়াম ও’রুর্ক। তাদের বোলিংয়ে আবারও দেড়শর আশেপাশে থামল জিম্বাবুয়। ইনিংস হার এড়ালেও ম্যাচ বাঁচাতে পারেনি স্বাগতিকরা। ৮ রান তাড়ায় ৯ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

promotional_ad

বুলাওয়েতে ২ উইকেটে ৩১ রানে নিয়ে তৃতীয় দিনের সকালে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। ইনিংস হার এড়াতে দ্বিতীয় ইনিংসে আরও ১২৭ রান করতে হতো স্বাগতিকদের। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে সকালের শুরুতে নিক ওয়েলচের উইকেট হারায় তারা। ও’রুর্কের বলে টম ব্লান্ডেলকে ক্যাচ দেন ৩২ বলে ৪ রান করা ওয়েলচ। ভিনসেন্ট মাসেকেসা ও শন উইলিয়ামস মিলে জুটি গড়ার চেষ্টা করলেও সেটা কাজে আসেনি।


আরো পড়ুন

হেনরির তোপে পুড়ল জিম্বাবুয়ে

৩১ জুলাই ২৫
ম্যাট হেনরি নিয়েছেন ৬ উইকেট, ফাইল ফটো

জিম্বাবুয়ের রান পঞ্চাশ পেরিয়ে যেতেই সাজঘরে ফেরেন মাসেকেসা। ৪০ বলে ২ রান করা ব্যাটারকেও ফিরিয়েছেন ও,রুর্কই। ৫৩ রানে ৪ উইকেট হারানোর পর জিম্বাবুয়েকে টেনে তোলার চেষ্টা করেন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন। তারা দুজনে মিলে ৫৭ রানের জুটি গড়েন। স্বাগতিকদের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটারের জমে ওঠা জুটি ভাঙেন স্যান্টনার। ৬ চারে ৬৬ বলে ৪৯ রান করা উইলিয়ামসকে ফেরান নিউজিল্যান্ডের অধিনায়ক।


promotional_ad

পরের ওভারে আউট হয়েছেন আরভিনও। হেনরির দারুণ এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ৫৩ বলে ২২ রান করা এই ব্যাটার। বেশিক্ষণ টিকতে পারেননি সিকান্দার রাজা। ২২ বল খেলে ৫ রান করে আউট হয়েছেন হেনরির বলে রাচিন রবীন্দ্রর হাতে ক্যাচ দিয়ে। নিউম্যান নিয়ামুরি ফিরলে ১২৬ রানে ৮ উইকেট হারায় জিম্বাবুয়ে। এমন অবস্থায় ইনিংস ব্যবধানে হারার শঙ্কা জাগে স্বাগতিকদের।


আরো পড়ুন

কনওয়ে-মিচেলের ‘আক্ষেপ’, ভালো বোলিংয়ের পরও চাপে জিম্বাবুয়ে

২৩ ঘন্টা আগে
সেঞ্চুরি মিস করেন ড্যারিল মিচেল, ফাইল ফটো

যদিও সেটা হতে দেননি ব্লেসিং মুজারাবানি ও টাফাডজোয়া সিগা। তারা দুজনে মিলে ৮৪ বলে ৩৬ রানের জুটি গড়েন। তাদের দুজনের জুটিতেই ইনিংস হার এড়ায় জিম্বাবুয়ে। ৩৮ বলে ১৯ রান করা মুজারাবানিকে ফিরিয়ে জুটি ভাঙেন স্যান্টনার। শেষ ব্যাটার হিসেবে বাঁহাতি স্পিনারের বলে আউট হয়েছেন সিগা। জিম্বাবুয়ের উইকেটকিপার ব্যাটার ৮৩ বলে ২৭ রান করেছেন। দ্বিতীয় ইনিংসে স্যান্টনার চারটি ও হেনরি-ও’রুর্ক তিনটি করে উইকেট নিয়েছেন।


জিম্বাবুয়ের দেয়া ৮ রানের লক্ষ্য তাড়ায় ২.২ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। যদিও ৮ রান করতেই একটি উইকেট হারায় কিউইরা। ৬ বলে ৪ রান করে নিয়ামুরির বলে আউট হয়েছেন ডেভন কনওয়ে। পরবর্তীতে উইল ইয়াং ও হেনরি নিকোলস মিলে নিউজিল্যান্ডের ৯ উইকেটের জয় নিশ্চিত করেন। দুই ইনিংস মিলে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন কিউই পেসার হেনরি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball