আফগানিস্তানের এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে ২২ ক্রিকেটার

আন্তর্জাতিক
আফগানিস্তানের এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে ২২ ক্রিকেটার
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
এশিয়া কাপের আগে শারজাহতে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপ হওয়ায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুই সপ্তাহের অনুশীলন ও প্রস্তুতি ক্যাম্প করবেন রশিদ খানরা। সেই ক্যাম্প ও এশিয়া কাপের জন্য ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

অনুমেয়ভাবেই আফগানিস্তানের প্রাথমিক স্কোয়াডে আছেন রশিদ, রহমানুল্লাহ গুরবাজ, মোহাম্মদ নবি, ইব্রাহিম জাদরান, ফজলহক ফারুকি, নাভিন উল হক, মোহাম্মদ গাজানফার, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত ও গুলবাদিন নাইবের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

তাদের সঙ্গে ডাক পেয়েছেন সবশেষ শাপাগিজা ক্রিকেট লিগে পারফর্ম করা বেশ কয়েকজন। তাদের মধ্যে কয়েকজন তরুণ ক্রিকেটারও আছে। আমো শার্কসের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন শরাফউদ্দিন আশরাফ। ৩০ বছর বয়সি বাঁহাতি এই স্পিনার বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও করতে পারেন। ক্যাম্পের জন্য ডাকা হয়েছে তাকে।

একই টুর্নামেন্টে মিস আইন্যাক নাইটসের হয়ে ৩৭.২৫ গড় ও ১৫৫.২০ স্ট্রাইক রেটে ২৯৮ রান করেছেন ওয়াফিউল্লাহ তারাখিল। যেখানে দুইটি হাফ সেঞ্চুরিও করেছেন তিনি। এমন পারফরম্যান্সের পর ক্যাম্পে ডাকা হয়েছে ১৮ বছর বয়সি এই ব্যাটার। ৪ উইকেট নেয়া বশির আহমদকেও ডাকা হয়েছে। ২২ ক্রিকেটারকে নিয়েই সংযুক্ত আরব আমিরাতে ক্যাম্প করবে আফগানিস্তান।

ক্যাম্প শেষে ২৯ আগষ্ট পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা। সেই সিরিজ শেষে ৮ দলের এশিয়া কাপে খেলবে তারা। ৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এশিয়া কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, হংকং এবং শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে আফগানরা।

আফগানিস্তানের প্রাথমিক স্কোয়াড— রহমানুল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, ওয়াফিউল্লাহ তারাখিল, ইব্রাহিম জাদরান, ডারউইশ রাসূলি, মোহাম্মদ ইশাক, রশিদ খান, মোহাম্মদ নবি, নাঙ্গেলিয়া খারোটি, শরাফউদ্দিন আশরাফ, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মুজিব উর রহমান, মোহাম্মদ গাজানফার, ‍নূর আহমদ, ফজলহক ফারুকি, নাভিন উল হক, ফরিদ মালিক, সালিম সুফি, আব্দুল্লাহ আহমদজাই এবং বশির আহমদ।

আরো পড়ুন: আফগানিস্তান