লিনের ইনজুরিতে হোয়াইটের প্রত্যাবর্তন

আন্তর্জাতিক
লিনের ইনজুরিতে হোয়াইটের প্রত্যাবর্তন
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

ইনজুরি কাটিয়ে ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের অজি স্কোয়াডে ফিরেছিলেন হার্ড হিটিং ব্যাটসম্যান ক্রিস লিন। সুস্থ হয়ে ফেরার পর বিগ ব্যাশ লীগেও অংশ নিয়েছিলেন এই ক্রিকেটার। 

এক ম্যাচে ফিফটি হাঁকিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। কিন্তু  গ্যাবাতে বিগ ব্যাশের ম্যাচ চলাকালীন আবারও ইনজুরিতে পড়েন ক্রিস লিন। মেডিক্যাল স্ক্যান করার পর লিনের ইনজুরির বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।

কাফ ইনজুরিতে পড়ে ওয়ানডে সিরিজ থেকে পুরোপুরি ছিটকে গিয়েছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। গ্যাবাতে বিগ ব্যাশের ম্যাচ চলাকালীন কাফ ইনজুরিতে পড়েন লিন। মেডিক্যাল স্ক্যান করার পর লিনের ইনজুরির বিষয়টি জানা গেছে। 

এদিকে লিন ইনজুরিতে পড়ায় তিন বছর পর অস্ট্রেলিয়া দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ক্যামেরন হোয়াইট। সর্বশেষ ২০১৫ সালের জানুয়ারিতে হোবার্টে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন তিনি।

এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৮৮টি ওয়ানডে ম্যাচে খেলেছেন তিনি। যেখানে দুটি সেঞ্চুরি ও ১১টি হাফসেঞ্চুরি আছে তাঁর। আর বিগত এক দেড় বছর ধরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে আসছেন এই ডানহাতি ব্যাটসম্যান। 

চলতি মাসের ১৪ তারিখ ইংলিশদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া। সেই ম্যাচেই তিন বছর পর অস্ট্রেলিয়ার জার্সিতে দেখা যেতে পারে হোয়াইটকে। 

অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, টিম পেইন, ঝেই রিচার্ডসন, মিচেল স্টার্ক, মার্কাস স্টোয়নিস, অ্যান্ড্রু টাই, ক্যামেরন হোয়াইট, অ্যাডাম জাম্পা।

আরো পড়ুন: this topic