বৈধতা পেল আল-আমিনের বোলিং অ্যাকশন

আন্তর্জাতিক
বৈধতা পেল আল-আমিনের বোলিং অ্যাকশন
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

গত বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) আসরে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার আল-আমিন হোসেন। এরপর বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির অধীনে অ্যাকশনের পরীক্ষা দেন আল-আমিন।

ইতিমধ্যে সেই পরীক্ষার ফলাফল জানিয়েছে রিভিউ কমিটি। আল-আমিনের জন্য সুখবর হলো বৈধ ঘোষণা করা হয়েছে তাঁর বোলিং। সুতরাং এখন আর বোলিং করতে তাঁর আর বাঁধা থাকছে না।

এই প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান এবং বোলিং অ্যাকশন রিভিউ কমিটির প্রধান মোহাম্মদ জালাল ইউনুস বলেন, 'পরীক্ষায় দেখা গেছে আল আমিনের বোলিং অ্যাকশনে কোনও সমস্যা নেই। চলতি বিসিএলের দ্বিতীয় রাউন্ড থেকেই তিনি খেলতে পারবেন।'


এর আগে বিপিএলে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন ধরা পড়ার পর নিজেকে শুধরাতে অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে কাজ করা শুরু করেন আল-আমিন। এরপর চলতি মাসের ৭ তারিখে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির কাছে পরীক্ষা দেন এই পেসার। 

আরো পড়ুন: this topic