বোল্ট লজ্জায় পাকিস্তানের সিরিজ হার

আন্তর্জাতিক
বোল্ট লজ্জায় পাকিস্তানের সিরিজ হার
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

পাঁচ ম্যাচের সিরিজ জিতে নিতে বেশি সময় নিল না স্বাগতিক নিউজিল্যান্ড। ডেনিডিনে সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে কোন রকম সুযোগ না দিয়েই জিতে নিল কেন উইলিয়ামসন বাহিনী। 

সিরিজে টিকে থাকতে হলে ডেনিডিনে জিততেই হত পাকিস্তানকে। নিউজিল্যান্ডের দেয়া ২৫৮ রানের লক্ষ্য খুব কঠিনও ছিল না। কিন্তু প্রতিপক্ষ দলে ট্রেন্ট বোল্ট থাকলে সহজ লক্ষ্যও কঠিন হতে বাধ্য।

পাক ব্যাটিং লাইন আপকে মাটিতে নামিয়ে এনে মাত্র ৭৪ রানে বেঁধে ফেলেন তিনি। ৭.২ ওভার বল করে মাত্র ১৭ রান খরচা করে ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি। লকি ফারগুসন ও কলিন মুনরো দুটি করে উইকেট নিয়ে বোল্টকে সঙ্গ দিয়েছেন।

পাক টপ অর্ডারের কেউই দুই অংকের ঘরের পৌছতে পারেনি। সরফরাজ, ফাহিম ও শেষের দিকে মোহাম্মদ আমিররা কিছু রান যোগ করতে সক্ষম হয়। তবে সেটা পরাজয়ের ব্যবধান কমাতে পেরেছে।


১৮৩ রানের হারের দিনে নিউজিল্যান্ডের হয়ে রানের দেখা পেয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ৪৫ রানের ইনিংস খেলে গাপটিল ভালো সূচনা এনে দিলেও ব্যাটিং সহজ ছিল না ডেনিডিনের উইকেটে।

কেন উইলিয়ামসন সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলতে ১০১ বল খরচা করেছেন। ম্যাচের দ্বিতীয় ফিফটি এসেছে আরেক অভিজ্ঞ রস টেইলরের ব্যাট থেকে। ৫২ রান করে আউট হন তিনি।

মাঝপথে টেইলর ও উইলিয়ামসের বিদায়ে বাকীরা খেই হারায়। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২৫৭ রানে থামে কিউইদের ইনিংস। পাক বোলারদের মধ্যে রুম্মান রাইস ও হাসান আলি তিনটি করে উইকেট শিকার করেন। লেগি সাদাব খান দুটি উইকেট নেন।

আরো পড়ুন: this topic