হাথুরুসিংহেকে নিয়ে কথা বলাই বোকামিঃ সুজন

আন্তর্জাতিক
হাথুরুসিংহেকে নিয়ে কথা বলাই বোকামিঃ সুজন
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

সাবেক কোচ চন্দিকা হাথুরুসিংহেকে নিয়ে এতো মাতামাতিতে বিরক্ত দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। ক্রিকেটের এই অভিভাবকের মতে, হাথুরুসিংহে প্রসঙ্গে কথা বলাই বোকামি। 

"আমি আসলে হাথুরুসিংহের ব্যাপারটাই আনতে চাইনি বাংলাদেশ দলের মধ্যে। আমি মনে করি, যে চলে গেছে, তাকে নিয়ে আলাপ করাটাই বোকামি। উনি শ্রীলঙ্কার দায়িত্ব নেয়ার পর প্রথম সফর বাংলাদেশে পড়েছে। হয়ত তাই কথা বেশি হয়েছে।"

শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানাচ্ছিলেন খালেদ মাহমুদ সুজন। একইসাথে দলের ক্রিকেটারদের চিন্তাভাবনার বিষয় বস্তু নিয়েও কথা বলেছেন সাবেক এই অধিনায়ক। 

জানিয়েছেন, "আমাদের মাথায় কেবল দল কিভাবে আরও সামনে যাবে, সেই চিন্তাই ছিল। আমরা যাতে ভালো ক্রিকেট খেলতে পারি, আমরা আমাদের শক্তি ও দুর্বলতা নিয়ে অনেক কাজ করছি। 

"নিজেদের ক্রিকেট নিয়ে ব্যস্ত ছিলাম। আসলে চন্দিকার ব্যাপারটা আমাদের মাথায় আসেনি খুব একটা। খেলোয়াড়রাও এটা নিয়ে বেশি আলোচনা করতে চায়নি।"

হাথুরুসিংহে ইস্যুতে মাতামাতি করতে বারণ করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। গতও শুক্রবার লঙ্কা বধের পর সাংবাদিক সম্মেলনে এসে এমনটা জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব।


আরো পড়ুন: this topic