ফাইনালে উঠেও নির্ভার নয় টাইগাররা

আন্তর্জাতিক
ফাইনালে উঠেও নির্ভার নয় টাইগাররা
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচে দাপুটে জয় পাওয়ার পর ত্রিদেশীয় সিরিজের বাকি ম্যাচ গুলোতেও এই দাপট বজায় রাখার চেষ্টা করবে টাইগাররা বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল।    

জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে তামিম নিজেদের লক্ষ্যের কথা জানাতে গিয়ে বলেন, আমরা চেষ্টা করবো যতটা ম্যাচ খেলব প্রতিটা ম্যাচেই এরকম করে খেলার। অনেক সময় সম্ভব হয় না। কখনও হবে না।'

সেট হওয়ার পর ইনিংস লম্বা করার ক্ষেত্রেও মন দিতে চান তামিম। বিশেষ করে প্রথম ২০টি বল ভালোভাবে খেলতে পারলে বড় স্কোর গড়া সম্ভব উল্লেখ করে টাইগার ওপেনার বলেন,  

'আমি যেটা সবসময় টার্গেট ৩০-৪০ বল খেলে সেট হওয়ার পর যতটা বড় করা যায়। যে কোনো পজিশনেই আপনি নামেন না কেন প্রথম ২০টা বল সবসময়ই কঠিন। তাই আমি সবমময় চেষ্টা করি ২০-৩০ বল হ্যান্ডেলড ওয়েল, যখন সেট হয়ে যাই চেষ্টা করি ইনিংস যতটা বড় করা যায়।'

সিরিজের ফাইনালে ইতিমধ্যে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। তবে এরপরেও নির্ভার থাকতে চাচ্ছে না ক্রিকেটাররা বলে জানান তামিম। তামিমের মতে দলের প্রত্যেক সদস্যই এখন সেরাটা দেয়ার অপেক্ষায় থাকে। তাঁর ভাষ্যমতে,

'আমার কাছে মনে হয় আমাদের যে গ্রুপটা আছে এই সিরিজে আমি পারসোনালি দেখছি না ওই রিল্যাক্সটা কারও মধ্যে কাজ করে। দুইটা জিতে গেছি, হারলেও কিছু হবে না, এই জিনিসটা দেখছি না।'

তামিম আরো বলেন,  'প্রত্যেকটা আন্তর্জাতিক ম্যাচে একটা সুযোগ থাকে প্লেয়ারদের সেঞ্চুরি করার, পাঁচ উইকেট পাওয়ার। যখন আমি এই গ্রুপকে দেখি আমার কাছে ওই জিনিসটা ফিল হয় এভরিওয়ান টু ডু গেট দিস।'

ফাইনালে ওঠার পরও প্রত্যেকটি ম্যাচকেই সমান গুরুত্ব দিচ্ছেন টাইগার ওপেনার। তিনি বলেন, 'আমরা ফাইনালে ওঠে গেছি তারপরও প্রত্যেকটা সমান গুরুত্বপূর্ণ। দুইটি ম্যাচে আমাদের অর্জনের অনেক কিছুই আছে।  ফাইনাল আসবে…ফাইনালের কথা, দুইটা ম্যাচ শেষ করি তারপর।'

আরো পড়ুন: this topic